মুলার ওজন ৪৫ কেজি

মুলার ওজন ৪৫ কেজি
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে আমরা হরহামেশা নানা চমকপ্রদ তথ্য পাই। বৃহত্তম জিলাপি থেকে শুরু করে সর্বোচ্চ ওজনের স্ট্রবেরি—এমন অসংখ্য বিষয় আমাদের উৎফুল্ল করে। এবার এমনই এক চমকপ্রদ ঘটনা ঘটেছে জাপানে। সেখানে একটি কোম্পানি ফলিয়েছে ৪৫ কেজির বেশি ওজনের একটি মুলা।

কোম্পানির নাম মান্দা ফার্মেন্টেশন কো. লিমিটেড। এর উৎপাদিত মুলার ওজন ৪৫ কেজি ৮৬৫ গ্রাম। এর পরিধি ১১৩ সেন্টিমিটার এবং নিচের অংশ ৮০ সেন্টিমিটার। জাপানের

হিরোশিমার ওনোমিচির হাক্কো পার্কে এটি তোলা হয়েছে ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি। যাকে সর্বোচ্চ ওজনের মুলা হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

কোম্পানিটি জানায়, বিশেষ সারের ব্যবহার করে এ মুলা চাষ করা হয়েছে। তারা প্রতি বছরই নিজস্ব প্রযুক্তিতে এ সবজির চাষ করে। এর আগে সর্বোচ্চ ওজনের মুলা ছিল ৩১.১ কেজি। এর পরিধি ছিল ১১৯ সেন্টিমিটার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com