প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রতারণা

ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে একটি প্রতারক চক্র গড়ে তুলেছিলেন কয়েকজন নাইজেরিয়ান নাগরিক। মূল্যবান উপহার পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিলেন তারা। প্রতারণায় সহযোগিতার জন্য বাংলাদেশিদেরও নিয়েছিলেন দলে। গত বুধবার রাজধানীতে অভিযান চালিয়ে ওই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের মধ্যে দুজন নাইজেরিয়ান ও বাকি দুজন বাংলাদেশি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি বলেন, গত বুধবার র‌্যাবের একটি দল রাজধানীর বাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকা এবং কদমতলীর শামীমবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন নাইজেরিয়ার নাগরিক চার্লস ইফেন্ডে উদজুয়ে ও ফ্র্যাংক কোকো ওবিরক্স এবং বাংলাদেশি শফি মোল্লা ও মোছা. মৌসুমি খাতুন।

র‌্যাব অধিনায়ক বলেন, এ চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে বিভিন্ন প্রোফাইল ঘেঁটে ব্যবসায়ী, চাকরিজীবী উচ্চবিত্তসহ সাধারণ মানুষকে টার্গেট করত ও তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত। এ সময় তারা নিজেদের পশ্চিমা বিশ্বের উন্নত দেশের ধনী ব্যক্তি হিসেবে পরিচয় দিত। পরে সম্পর্ক আরও গভীর হলে উপহার পাঠানোর কথা বলত তারা। একপর্যায়ে কাস্টমস অফিসার সেজে ভিকটিমকে কল দিয়ে পার্সেল আনার কথা জানানো হতো। সেইসঙ্গে পার্সেলটি নিতে দাবি করা হতো বড় অঙ্কের টাকা।

সম্মেলনে জানানো হয়, এ চক্রের বিদেশি নাগরিকরা ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন ও বিভিন্ন পেশায় জীবিকা নির্বাহ করেন। এসব পেশার আড়ালেই তারা বাংলাদেশি সহযোগীদের নিয়ে এ অভিনব প্রতারণার সঙ্গে জড়িয়ে পড়েন।

Related Stories

No stories found.
logo
kalbela.com