
বিনামূল্যে ৭ কেজি পর্যন্ত জিনিসপত্র পরিবহনের সুযোগ ছিল ফ্লাইটে। জিনিসের ওজন এর বেশি হলে গুনতে হবে জরিমানা। জরিমানার হাত থেকে বাঁচতে তাই অনেকেই কম প্রয়োজনীয় জিনিস ফেলে দেন ব্যাগ থেকে। আবার কেউ কেউ বেছে নেন ভিন্ন পথ। তাদেরই একজন ১৯ বছরের তরুণী আদ্রিয়ানা ওকাম্পো, যিনি জরিমানা এড়াতে গায়ে চাপিয়েছেন প্রায় ৬ কেজির পোশাক। ভ্রমণ শেষ করে বন্ধুর সঙ্গে আদ্রিয়ানা জেটস্টারের একটি বিমানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে অ্যাডিলেডে যাচ্ছিলেন। বিমানবন্দরে
এসে বুঝতে পারলেন তার লাগেজের ওজন ৭ কেজির বেশি হবে। তখন আর দেরি না করে লাগেজ থেকে পোশাকগুলো পরে নেন। তার দেখাদেখি একই কাজ করেন তার বন্ধুও।
এতকিছুর পরও আদ্রিয়ানার লাগেজের ওজন ৭ কেজির বেশি হয়। অতিরিক্ত ওজনের জন্য তখন তাকে ৬৫ ডলার জরিমানার কথা বলে কর্তৃপক্ষ। কিন্তু কোনোমতে জরিমানা দিতে রাজি নন আদ্রিয়ানা। তাই বাকি পোশাক বের করে ঝটপট পরে নেন তিনি। ওই তরুণী জানান, প্যান্টের ওপর প্যান্ট ও ট্রাউজার এবং টি-শার্টের ওপর জাম্পার ও জ্যাকেট পরার কারণে তাকে ভালুকের মতো দেখাচ্ছিল। এ ছাড়া ফ্লাইটে ওঠার সময় বাকিরা তাদের দিকে বাঁকা চোখে তাকিয়ে হাসছিলেন।
অবশ্য জরিমানা এড়াতে এমন কাণ্ড এ প্রথম নয়। এর আগে ২০১৯ সালেও এমন একটি ঘটনা ঘটেছিল ফিলিপিনো এয়ারলাইনে। সেখানে এক নারী তার লাগেজের ওজন সাড়ে ৬ কেজির নিচে আনতে আড়াই কেজির পোশাক গায়ে চাপিয়েছিলেন। সূত্র: এনডিটিভি।