
পিরোজপুরের কাউখালীতে ধর্ষণ মামলার আসামির হুমকিতে এক কিশোরী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত শনিবার তার নানি কাউখালী থানায় রিশাদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযুক্ত রিশাদ হোসেন (২০) সদর ইউনিয়নের কচুয়াকাঠি গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী কিশোরীর মামা বলেন, ধর্ষণের ঘটনা জানার পর আমরা রিশাদের বাবাকে জানাই। তিনি আমাদের মামলা না করতে ভয়ভীতি দেখান। মামলার পর রিশাদ আমাকে ফোন করে দেখে নেওয়ার কথা বলে। ভয়ে ও লোকলজ্জায় আমার ভাগ্নি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।
কিশোরীর পরিবার জানায়, মা-বাবার বিচ্ছেদের পর সে নানির কাছে থাকে। গত ২৭ ফেব্রুয়ারি ভোরে ঘরে একা পেয়ে পাশের গ্রামের রিশাদ তাকে ধর্ষণ করে। ঘটনা কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। কয়েক দিন পর সে তার মামাকে জানায়। এরপর রিশাদের মা-বাবাকে বিষয়টি জানালেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ভয়ভীতি দেখায়।
কিশোরীর নানি বলেন, ‘রিশাদ আমার ছেলের বন্ধু। ওই রাতে সে আমাদের বাড়িতে ঘুমায়। ভোরে আমরা কাজে গেলে রিশাদ আমার নাতনিকে ধর্ষণ করে।’
কাউখালী থানার ওসি মো. জাকারিয়া বলেন, গত রোববার মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। রিশাদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হুমকির লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।