সিদ্ধেশ্বরীর শিক্ষার্থীদের সড়ক অবরোধ
জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট করেছেন রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সাড়ে তিন বছর আগে প্রধানমন্ত্রী সম্মতি দিলেও কলেজ অধ্যক্ষ ও কর্তৃপক্ষের অনীহায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সরকারি হয়নি। গতকাল বুধবার সকালে এ আন্দোলন শুরু করেন তারা। শিক্ষার্থীরা বলেন, ২০১৯ সালের ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী কলেজটি জাতীয়করণে সম্মতি দেন। কিন্তু কর্তৃপক্ষ উদ্দেশ্যমূলকভাবে প্রতিষ্ঠানটিকে সরকারি হতে দিচ্ছে না। এতে পড়ালেখায় আমাদের বেশি খরচ হচ্ছে।
তারা আরও বলেন, প্রধানমন্ত্রী অনুমোদিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজটির সরকারীকরণ বাস্তবায়ন কার্যক্রম আটকে রেখে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। সরকারি আদেশ অমান্য করে সরকারি অধ্যক্ষ প্রেষণে নিয়োগ আদেশ বাতিলের অপচেষ্টা চলছে। অধ্যক্ষকে তার সিটে বসতে দেওয়া হচ্ছে না। তিন বছর ধরে সরকারীকরণ প্রক্রিয়াধীন বলে নিয়োগ, পদোন্নতিসহ বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা আরও বলেন, আমরা ২৫ টাকা বেতন জেনে ভর্তি হয়েছি। কিন্তু এখন মাসে ১ হাজার ৩০০ টাকা বেতন দিতে হচ্ছে, যা আমাদের পরিবারের জন্য ভীষণ চাপের। অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনে যথাযথ নিয়ম মানা হয়নি। ছুটিতে থাকা শিক্ষকরা শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে পারবেন না—এমন নিষেধাজ্ঞার মাধ্যমে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
কলেজের শিক্ষকদের একাংশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে কলেজটির প্রধান শিক্ষক কানিজ মাহমুদা আকতার কথা বলতে রাজি হননি।