আলোচনা করতে আসছে আদানির প্রতিনিধি দল

আলোচনা করতে আসছে আদানির প্রতিনিধি দল
ছবি : সংগৃহীত

ভারতের শিল্প গ্রুপ আদানির একটি প্রতিনিধি দল চলতি সপ্তাহে ঢাকায় আসছে। সফরকালে বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্টদের সঙ্গে তাদের বৈঠক করার কথা রয়েছে। আদানির ঝাড়খন্ডের বিদ্যুৎকেন্দ্রে ব্যবহ্নত কয়লার দাম সংশোধন নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে আলোচনা করতে প্রতিনিধি দল ঢাকায় আসছে বলে পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কয়লা দাম সংশোধনে আদানি থেকেও সায় পাওয়া গেছে। কিন্তু কত কমিয়ে চুক্তি সংশোধন করা যাবে, এটা ঠিক এখনই বলা যাবে না বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা। ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার কথা রয়েছে আদানির। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এ নিয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে চাইছে না।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, মার্চের ২৬ তারিখ আদানির বিদ্যুৎ আসার কথা রয়েছে। এর আগে দুয়েক দিনের মধ্যে তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে

আসবে। পিডিবির দেওয়া কয়লার মূল্য সংশোধনের চিঠি নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। উভয়পক্ষের আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের স্বার্থের পরিপন্থি কোনো সিদ্ধান্তই নেওয়া হবে না।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com