গ্রিন টিভির বর্ণাঢ্য যাত্রা শুরু

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুক্রবার ‘গ্রিন টেলিভিশন’র আনুষ্ঠানিক সম্প্রচারের উদ্বোধন অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ অতিথিরা।
বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুক্রবার ‘গ্রিন টেলিভিশন’র আনুষ্ঠানিক সম্প্রচারের উদ্বোধন অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ অতিথিরা।ছবি : কালবেলা

‘তোমার চোখে বিশ্ব দেখি’ স্লোগানে দেশের ৩৯তম স্যাটেলাইট টেলিভিশন হিসেবে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করল দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান রংধনু গ্রুপের মালিকানাধীন ‘গ্রিন টেলিভিশন’। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আনুষ্ঠানিক সম্প্রচারে যায় টিভি চ্যানেলটি। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে জমকালো উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে গ্রিন টেলিভিশনের সম্প্রচার উদ্বোধন করেন। তার আগে করতালির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে টেলিভিশনটির লোগো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, ব্যবসায়ী, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, অভিনেতা-অভিনেত্রী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারী মানুষ। তাদের সরব পদচারণায় সন্ধ্যা থেকেই মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার যৌথ উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। টেলিভিশনটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আজ গ্রিন টিভি নতুন চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করেছে। আমি বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ও সঠিক ইতিহাস প্রচারের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গ্রিন টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনকল্যাণে তথা পরিবেশদূষণ, শব্দদূষণ, নদীদূষণ ও দুর্নীতির বিরুদ্ধে সঠিক সংবাদ প্রচার করে তারা তাদের নামের মর্যাদা অক্ষুণ্ন রাখবে।

উদ্বোধনী বক্তব্যে গ্রিন টিভির কাছে মুক্তিযুদ্ধের পক্ষে থেকে সঠিক সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারের প্রত্যাশার কথা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমাদের সময় গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে। সরকার গণমাধ্যমকে কোনোভাবে নিয়ন্ত্রণ করে না। আমরা মনে করি, গণমাধ্যমের বিকাশের সঙ্গে রাষ্ট্রের বিকাশ জড়িত। গণমাধ্যমের বিকাশ হলে দেশের বিকাশ হয়। এ সময় গ্রিন টিভি যাত্রা শুরু করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি আশা করি, গ্রিন টিভি সরকারের সাফল্যের কথা বলার সঙ্গে ব্যর্থতাও তুলে ধরবে। আমরা বাংলাদেশকে এমন একটি জায়গা করে দিতে চাই, যেখানে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে। গণমাধ্যম স্বাধীন হলেই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাবেক পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, গ্রিন টিভি দেশের মানুষের সঙ্গে সৃষ্টিশীল বন্ধন গড়ে তুলবে এবং দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য একটি সমৃদ্ধ সংবাদ ও বিনোদনের উৎস হিসেবে কাজ করবে।

রংধনু গ্রুপের চেয়ারম্যান ও গ্রিন টিভির উপদেষ্টা আলহাজ রফিকুল ইসলাম বলেন, আমরা এমন একটি গণমাধ্যম চেয়েছিলাম, যা মানুষকে সম্পৃক্ত করবে। রফিকুল ইসলাম মনে করেন, মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়ে লাল-সবুজের বাংলাদেশে গ্রিন টিভি এগিয়ে যাবে।

দেশের বাইরে থাকায় গ্রিন টিভির চেয়ারম্যান নাফিসা জুমাইনা মাহমুদের লিখিত বক্তব্য পাঠ করে শোনান উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রিন টিভির পরিচালক ও এফবিসিসিআইর সহসভাপতি আমিন হেলালী। এ ছাড়াও ছিলেন

গ্রিন টিভির কো-চেয়ারম্যান এবং রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বঙ্গবন্ধু স্যাটেলাইটের চেয়ারম্যান ড. শাহজান মাহমুদ, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন উর রশীদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, রংধনু গ্রুপের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com