জরিপের তথ্য, নরেন্দ্র মোদি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা

নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদি।ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। রাজনৈতিক গোয়েন্দা সংস্থা ‘মর্নিং কনসাল্ট’-এর এক জরিপে তিনি এখন বিশ্ব রাজনৈতিক নেতাদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে এক নম্বরে অবস্থান করছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

মর্নিং কনসাল্ট নামে উত্তর আমেরিকার এ সংস্থাটি সম্প্রতি বিশ্বের ২২টি দেশের রাজনৈতিক নেতাদের ওপর এক জরিপ চালায়।

এতে ৭৫ শতাংশেরও বেশি রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, চলতি বছরের ২৬ থেকে ৩১ জানুয়ারি সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মতো জাঁদরেল বিশ্বনেতারাও এখন তার পেছনে অবস্থান করছেন। তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাত নম্বরে নেমে গেছেন। তার রেটিং পয়েন্ট ৪০ শতাংশ। তার নিচে অবস্থান করছেন জাস্টিন ট্রুডো, ঋষি সুনাক ও এমানুয়েল মাঁখো। তালিকায় সবার নিচে যে তিন রাজনৈতিক নেতা রয়েছেন তারা হলেন—নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সিওক ইউল ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, জরিপে অংশ নেওয়া ৭৮ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকেই চান। ১৮ শতাংশ মানুষ তাকে পছন্দ করেন না। নরেন্দ্র মোদির জনপ্রিয়তা আরও বাড়ছে বলেও ওয়েবসাইটটিতে বলা হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com