শেখ হারুন
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০৮:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

কেরানীগঞ্জের পোশাকপল্লি ঝিমোচ্ছে ক্রেতার অভাবে

কেরানীগঞ্জের পোশাকপল্লি ঝিমোচ্ছে ক্রেতার অভাবে

রাজধানীর অদূরে বুড়িগঙ্গার তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে কেরানীগঞ্জ পোশাকপল্লি। পাইকারি পোশাক কেনাকাটার জন্য বিখ্যাত এ পল্লিতে সারা বছরই লেগে থাকে খুচরা ব্যবসায়ীর ভিড়। এখান থেকে কেনা পোশাকে সাজে তাদের বিপণিবিতান। ঈদ বা উৎসবে আরও প্রাণচঞ্চল হয়ে ওঠে দেশের বৃহৎ এ পোশাকপল্লি। উৎসব ঘিরে সাধারণ মানুষ যখন কেনাকাটা শুরু করে, কেরানীগঞ্জের এ পল্লির বেচাকেনা ততদিনে একদম শেষের দিকে। বছরের পর বছর ধরে এমনটাই হয়ে আসছে। তবে এ বছরের চিত্র একদম ভিন্ন। প্রতিবারের মতো পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তবে মার্কেটগুলোতে নেই ক্রেতার ভিড়।

সারা দেশের পোশাকের প্রায় ৬০ শতাংশই যায় কেরানীগঞ্জের এই পোশাকপল্লি থেকে। দেশের নামিদামি মার্কেট ও দোকানগুলোতে শোভা পায় এখানকার তৈরি পোশাক। ক্রেতাদের চাহিদা মেটাতে এ এলাকার মার্কেটগুলোতে গড়ে উঠেছে ছোট ছোট কারখানাও। ঈদ এলেই এসব কারখানায় পোশাক তৈরির তোড়জোড় চলে।

বছরে দুই ঈদ ও শীতের সময় কেরানীগঞ্জে বেচাকেনার ধুম পড়ে যায়। প্রতিবছর রমজান শুরুর আগ থেকেই এখনকার মার্কেটগুলোতে জমজমাট বেচাকেনা শুরু হয়। তবে এবার রমজানের প্রথমভাগ শেষ হতে চললেও তেমন আনাগোনা নেই খুচরা ব্যবসায়ীদের।

জিন্স প্যান্টের জন্য প্রসিদ্ধ কেরানীগঞ্জের জেলা পরিষদ মার্কেট। বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, প্রায় ক্রেতাশূন্য মার্কেটটি। কোটি টাকা বিনিয়োগ করে এখন ক্রেতার অপেক্ষায় বসে আছেন মালিক এবং বিক্রেতারা। মার্কেটের রাজ প্যান্ট হাউসের মালিক রাজ এবং বিক্রয়কর্মী আবু কালাম জানান, আগে ঈদের সময় ক্রেতার ভিড়ে দোকান থেকে ওঠা যেত না। আর এখন বসে থাকতে হচ্ছে। নিউ মায়ের দোয়া প্যান্ট হাউসের বিক্রয়কর্মী মো. আব্দুর রহমান জানান, শবেবরাতের পর থেকে বিক্রি কিছুটা ভালো ছিল। তবে এখন কম হচ্ছে। অন্য ঈদের তুলনায় এবার অনেক কম বিক্রি হচ্ছে।

আলম টাওয়ারের দোকানগুলোর অবস্থাও প্রায় একই। ঈদের আয়োজনে এখানে রয়েছে পাঞ্জাবি, শার্ট, সালোয়ার-কামিজ, জিন্স প্যান্ট, বাচ্চাদের আইটেমসহ সব ধরনের পোশাক।

পাঞ্জাবির দোকান ‘শেখ সাদি’র ম্যানেজার গোলাম রাব্বানীসহ দুই বিক্রয়কর্মী জানান, গত বছরের চেয়ে এবার বেচাবিক্রির অবস্থা অনেক খারাপ। যদিও সবকিছুর দাম বেশি হওয়ায় কম পাঞ্জাবি তৈরি করেছেন। তবে যা আছে, সেগুলোও বিক্রি হচ্ছে না। নিম্নমানের পাঞ্জাবিগুলোই বেশি বিক্রি হচ্ছে।

শিশুদের পোশাক রয়েছে কিডস ক্লাব নামে একটি দোকানে। সেখানেও ক্রেতা নেই। দোকানটির ম্যানেজার হৃদয় খান জানান, এখানকার বেশিরভাগ পণ্য যায় মফস্বলে। গ্রাম এবং মফস্বলের ওপর ভিত্তি করেই কেরানীগঞ্জের ব্যবসা চলে। খুচরা বিক্রেতারা যদি বিক্রি না করতে পারেন, তাহলে তো আমাদেরও বিক্রি হবে না। ঈদ উপলক্ষে প্রায় ১ কোটি টাকা বিনিয়োগ করেছেন। তবে প্রত্যাশিত বিক্রি হবে না।

আলম টাওয়ারের প্যান্ট ক্লাবের মালিক দিন ইসলাম বলেন, মানুষের কাছে হয়তো টাকা নেই। এ ছাড়া মাসের শেষের দিক হওয়ায় অনেকে বেতন পাননি। তাই বেচাকেনা কম হচ্ছে। মফস্বল এবং খুচরা বাজারে যদি বেচাকেনা না হয়, তাহলে তো পাইকারি বাজারেও বিক্রি হবে না।

কেরানীগঞ্জের মাহবুব আলম মার্কেটে গিয়েও দেখা যায়, ক্রেতার অভাবে দোকানগুলোতে যেখানে ঈদ মৌসুমে প্রতিদিন ৫ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত বিক্রি হতো, সেখানে এবার দিনে এক লাখ টাকা বিক্রিও কঠিন হয়ে পড়ছে।

ব্যবসায়ীরা জানান, খুচরা বিক্রেতারা নগদ টাকা আটকে রাখতে চান না, তাদের যতটা প্রয়োজন ততটাই কিনছেন। আগে যেখানে ৫০টি শার্ট কিনতেন, এখন সেখানে ৫-৬টি কিনছেন।

তবে ভিন্ন চিত্রও দেখা গেছে মাহবুব আলম মার্কেটের ‘ফান ক্লাব’ নামক একটি দোকানে। সেখানে মোটামুটি বেচাকেনা হচ্ছে। দোকানের মালিক মো. ইমরান জানান, পরিচিত ক্রেতার সংখ্যা বেশি হওয়ায় অন্যদের তুলনায় তার বেচাকেনা একটু বেশি হচ্ছে।

কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি স্বাধীন শেখ কালবেলাকে বলেন, এই এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৪ থেকে ৫ হাজার দোকান রয়েছে। তবে কোনো দোকানেই এখনো প্রত্যাশিত বেচাবিক্রি হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে যে সিদ্ধান্ত এলো

আদালতে ছিলেন ট্রাম্প, বাইরে নিজ শরীরে আগুন দিলেন যুবক

দীর্ঘকাল পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে দৌড়ালেন ক্রিকেটাররা

কুকুরের কামড়ে একই এলাকার শিশুসহ আহত ৪

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আরেক দেশ

বায়ুদূষণের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

পাগলা মসজিদের দানবাক্সে ২৭ বস্তা টাকা, চলছে গণনা

ছাতকে ১৪৪ ধারা জারি

দাবদাহে নষ্ট হচ্ছে আমের গুটি, দুশ্চিন্তায় চাষিরা

শনিবার দিনটি কেমন যাবে আপনার?

১০

মোস্তাফিজে মজেছেন পাথিরানা

১১

ভারতে প্রথম দফায় রেকর্ড ভোটগ্রহণ

১২

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৬

শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল

১৭

ডেমরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ফের আচরণবিধি লঙ্ঘন করেছেন চেয়ারম্যান প্রার্থী, নীরব প্রশাসন

১৯

ভোটের তিন বছর পর কাউন্সিলর হচ্ছেন আলী আহাম্মদ

২০
*/ ?>
X