সন্তানের পিতৃত্ব স্বীকার, সাবেক এমপি আরজুর জামিন

খন্দকার আজিজুল হক আরজু।
খন্দকার আজিজুল হক আরজু।ছবি: সংগৃহীত

পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু আদালতে তার ঔরসজাত সন্তানের পিতৃত্ব স্বীকার করেছেন। সন্তানের ভরণপোষণ বাবদ ৫০ লাখ টাকা দিয়েছেন। এরপর উভয় পক্ষের আপসে গতকাল সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক সামছুন্নাহারের আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

আসামিপক্ষের আইনজীবী ডিএম সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, ‘সন্তানের ভরণপোষণ বাবদ ৫০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। ২ লাখ টাকা কাবিননামা করতে বলা হয়েছে। উভয় পক্ষের আপসে আদালত আগামী ১৩ এপ্রিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন।’ গত ২২ ফেব্রুয়ারি তিনি আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০০ সালের ডিসেম্বরে বাদীর প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। ২০০১ সালের শেষের দিকে বাদীর চাচার মাধ্যমে আসামির (আরজু) সঙ্গে তার পরিচয় হয়। ২০০৩ সালের ১০ ডিসেম্বর আসামির সঙ্গে তার বিয়ে হয়। ২০০৮ সালের ১৬ জানুয়ারি তাদের একটি কন্যাসন্তানের জন্ম হয়। সন্তান গর্ভে আসার পর আসামি বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে বাচ্চা নষ্ট করার চেষ্টা করেন।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আসামির আচার-আচরণে পরিবর্তন আসে। একপর্যায়ে আসামি বাদীর বাসায় আসা বন্ধ করে দেন। পরে আসামি বাদীর সঙ্গে বিয়ে, গর্ভপাত ও ঔরসজাত কন্যার পিতৃপরিচয় সরাসরি অস্বীকার করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com