বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ০৯:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

ধর্ষণ মামলা না তোলায় রাস্তায় বাঁশের বেড়া

ধর্ষণ মামলা না তোলায় রাস্তায় বাঁশের বেড়া

ধর্ষণ ও অপহরণ মামলা তুলে না নেওয়ায় বাদীর বাড়ির চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে আসামি ও তার পরিবার। এতে মামলার বাদীসহ পার্শ্ববর্তী পাঁচটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ঘটনা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চরডোমকান্দি গ্রামের।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের জিয়ারুল সরকার ৬ বছর আগে প্রতিবেশী বুদ্ধিপ্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণ করে। মেয়েটি অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয়। ধর্ষণের শিকার মেয়েটির বাবা জীবিত না থাকায় তার জ্যাঠা নূরুল ইসলাম ওরফে ধলু সরকার বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন। এ অবস্থায় মেয়েটি একটি পুত্র সন্তানের জন্ম দেয়। সেই সন্তানের বয়স যখন ৬ মাস, সে সময় শিশুটিকে চুরি করা হয়। পরদিন সিরাজগঞ্জ থেকে শিশুটি উদ্ধার ও জিয়ারুলের বিরুদ্ধে পৃথক অপহরণ মামলা করা হয়। এরপর জিয়ারুলকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে মামলা থেকে রক্ষা পেতে ওই মেয়েকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে জিয়ারুল। এরপর সে জামিনে বেরিয়ে আসে; কিন্তু জামিন নেওয়ার পর থেকে আর কোনো খোঁজখবর নেয়নি দ্বিতীয় স্ত্রী ও সন্তানের। বরং মামলা থেকে রেহাই পাওয়াসহ ওই স্ত্রীকে তালাক দিতে সে প্রস্তাব পাঠায়। এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিশ-বৈঠকও হয়।

জানা গেছে, গত রোববার সন্ধ্যায় এ বিষয়ে ইউপি সদস্যের উপস্থিতিতে বৈঠক হয়। সেই বৈঠকে মোহরানার ৩ লাখ টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব দেয় বাদীর পরিবার; কিন্তু জিয়ারুল তা

দিতে অস্বীকৃতি জানালে বৈঠক ভেস্তে যায়। পরে ওই রাতেই জিয়ারুল ও তার পরিবারের লোকজন বাদীর পরিবারসহ পাঁচটি পরিবারের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে আটকে দেয়।

বেড়ার কারণে আটকে পড়া লেবু সরকার বলেন, ‘হামাকেরে বাড়ির সামানে দিয়ে বাঙ্গালি লদী, পেছন দিয়ে ডোমকান্দি খাল। বাড়িত থ্যাকে বাইর হওয়ার একটাই আস্তা। সেডা বন্দ করে দিছে।’

সুফিয়া বেগম বলেন, ‘গ্রামের মানুষ সালিশ দরবার করলেও ওরা (জিয়ারুল) মানবের চায় না, উল্টো অন্য মানুষের সমস্যা করে।’

বৈঠকে উপস্থিত ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদুল হক বলেন, জিয়ারুল লোকজন নিয়ে রাস্তায় বেড়া দিয়েছে। তাদের বলেছি, সোমবার সন্ধ্যার পর গিয়ে বেড়া কেন দিল—তা দেখা হবে। বেড়াটি সরিয়ে ফেলা হবে।

এ বিষয়ে জানতে জিয়ারুলের বাড়িতে গেলে তার স্ত্রী মলি বেগম বলেন, জিয়ারুল বাইরে গেছেন। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

সারিয়াকান্দি থানার ওসি রাজেশ চক্রবর্তী বলেন, থানায় কেউ জানায়নি। যেহেতু বিষয়টি জানলাম, পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের চার ব্যক্তি ও দুই সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা

স্বামীর প্রশংসা করার দিন আজ

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা বেড়েছে ৩১.২৫ শতাংশ

নিষেধাজ্ঞায় পড়া মার্তিনেজকে ছাড়াই সেমিফাইনাল খেলবে অ্যাস্টন ভিলা

বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু হাসপাতালে

হেলিকপ্টারে নতুন বউ আনলেন ছাত্রলীগ নেতা

এবারের ঈদযাত্রায় সড়কে প্রাণ গেল ৪০৭ জনের

আইভীকে হুংকার হেফাজত নেতার / আমাদের মান-ইজ্জতে হামলা হয়েছে, সাবধান হয়ে যাও

নামছে পানির স্তর, বাড়ছে সংকট

মিশা-ডিপজলকে মালা পরিয়ে বরণ করলেন নিপুন

১০

তীব্র গরমে প্রাথমিক বিদ্যালয়ের নতুন নির্দেশনা

১১

সিরিয়ায় ফের শক্তি দেখাল আইএস, ২৮ সেনা নিহত

১২

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

১৩

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে যে সিদ্ধান্ত এলো

১৪

আদালতে ছিলেন ট্রাম্প, বাইরে নিজ শরীরে আগুন দিলেন যুবক

১৫

দীর্ঘকাল পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে দৌড়ালেন ক্রিকেটাররা

১৬

কুকুরের কামড়ে একই এলাকার শিশুসহ আহত ৪

১৭

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আরেক দেশ

১৮

বায়ুদূষণের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

১৯

পাগলা মসজিদের দানবাক্সে ২৭ বস্তা টাকা, চলছে গণনা

২০
*/ ?>
X