সাত উদ্ভাবককে অর্থায়ন

ইনোভেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ
ইনোভেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণপিআইডি

দেশের সাত উদ্ভাবককে অর্থায়ন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিএএফ শাহীন হলে এটুআই আয়োজিত তিনটি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতা তিনটি ছিল ‘ওয়াটার ইনোভেশন চ্যালেঞ্জ কম্পিটিশন-২০২১’, ‘প্রেগন্যান্সি মনিটরিং ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’ এবং ‘লেটার বিল্ডার ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’।

এই সাত উদ্ভাবকের মধ্যে খালেদ আশরাফকে (ডিজিটাল মাতৃত্ব) ৯০ লাখ টাকা, মেহেদী হাসানকে (মা ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে প্রযুক্তির ব্যবহার) ৬০ লাখ, হাসিব উদ্দীনকে (সেন্টিনেল টেকনোলজিস) ৩৩ লাখ, আশিকুর রহমান তানিমকে (ওয়াটার ওয়াইজ থিঙ্ক) সাড়ে ১৮ লাখ, আহমেদ নাসিফ হোসাইন অয়নকে (অ্যাডভান্সড মিটারিং সিস্টেম) ২০ লাখ, খালেদ হাসান মোর্শেদুল বারিকে (ওয়াশ মেট্রিক) ২৮ লাখ এবং এএইচএম রেজওয়ানুল ইসলামকে ২৫ লাখ টাকার অর্থায়ন করা হয়। পাশাপাশি তাদের সনদপত্রও দেওয়া হয়। এটুআইর প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্প অর্জনে উদ্ভাবনকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের ছোট আয়তনের দেশে জনসংখ্যা অনেক বেশি। এই মানুষগুলোকে উন্নত জীবন দেওয়া, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ যে স্মার্ট হবে বা উন্নত করার লক্ষ্যে অনেকগুলো ইস্যু সামনে আনতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা সরকারি-বেসরকারি এবং একাডেমিয়ার পার্টনারশিপের ভিত্তিতে নতুন নতুন উদ্ভাবনকে অনুপ্রাণিত করছি। পাশাপাশি সেই উদ্ভাবকের স্বপ্ন বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা ধাপে ধাপে দেওয়ার পরিকল্পনা নিয়েছি। পরিকল্পনা থেকে বাণিজ্যিকীকরণ কীভাবে করা যায় তা নিয়ে কাজ করছি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডা. এবিএম খুরশীদ আলম, পরিবেশ অধিদপ্তরের ডিজি আবদুল হামিদ, ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান, এটুআইর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী, এটুআই ইনোভেশন ফান্ডের প্রধান নাঈম আশরাফীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com