
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের দেশে ফেরা নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভারত ও কাতার সফর শেষে ঢাকায় ফিরে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে বাংলাদেশের কেউ জেল খাটলে, সাজা ভোগ করে দেশে ফিরে আসেন। সালাউদ্দিন আহমেদও আসবেন। অসুবিধা কী? এটা নিয়ে চিন্তারও কোনো কারণ নেই। এর আগে ২ মার্চ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছেন ভারতের আদালত।
ভারতের আমন্ত্রণে জি-২০-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেওয়ায় বাংলাদেশ সম্মানিত হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি মার্চেই শুরু: এদিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ১৮ মার্চ থেকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসবে। এ কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারত সীমান্তে স্থাপনা নির্মাণে ‘আপত্তি’ তুলে নেবে জানিয়ে তিনি বলেন, সীমান্ত এলাকায় ১৫০ গজের মধ্যে স্থাপনা করা নিয়ে আপত্তি প্রত্যাহার করে নেবে ভারত। ফলে রেলস্টেশনসহ আটকে থাকা সব অবকাঠামোর কাজ দ্রুতই শুরু হবে। জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এমন সিদ্ধান্ত হওয়ার কথা জানান তিনি।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধায় আখাউড়া ইমিগ্রেশন ভবন, কসবা রেলওয়ে স্টেশন ও সালদা নদী সেতু নির্মাণের কাজ বন্ধ রয়েছে।