ইমরান খানের বাসভবনে পুলিশের অভিযান

ইমরান খান।
ইমরান খান। ছবি : সংগৃহীত

ঘণ্টাব্যাপী বিশৃঙ্খলার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা মামলায় জারি হওয়া অজামিনযোগ্য পরোয়ানা বাতিল করা হয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানের বিরুদ্ধে গতকাল শনিবার এ পরোয়ানা বাতিল করেন অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবাল। এর আগে ইসলামাবাদে আদালতে হাজির হতে ইমরান খান ঘর থেকে বের হওয়ার পর সেখানে অভিযান চালায় পাঞ্জাব পুলিশ। এ সময় সেখান থেকে গোলাবারুদ ও পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ। খবর জিওটিভির।

বাসভবনে অভিযানের পর ইমরান খান টুইট করে লিখেছেন, ‘পাঞ্জাব পুলিশ আমার বাড়ি জামান পার্কে হামলা চালিয়েছে, সেখানে আমার স্ত্রী বুশরা বেগম একা। কোন আইনে তারা এমনটা করছে? এটি লন্ডন পরিকল্পনার অংশ। যেখানে একজনকে নিয়োগে সম্মত হতে পলাতক নওয়াজ শরিফকে ক্ষমতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।’

এদিকে ইমরানের বিরুদ্ধে অজামিনযোগ্য পরোয়ানা বাতিল করে ৩০ মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আদালত। একই সঙ্গে মামলার সংশ্লিষ্ট সব পক্ষকে বলেছেন, পরবর্তী শুনানিতে এ বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপিত হবে। এ সময় ইমরান খানকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এদিন ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সে ইমরান আসার আগেই নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে; কিন্তু এতে কাজ হয়নি। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং পিটিআই সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পিটিআই সমর্থকরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালান এবং আগুন দেন। বিশৃঙ্খল এ পরিস্থিতি পেরিয়ে ইমরান কোর্টরুমে ঢুকতে পারেননি। ফলে আদালত তাকে তার গাড়িতে বসেই উপস্থিতি নিশ্চিতের জন্য সই করার অনুমতি দেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com