রাজশাহী ব্যুরো ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৩, ০৮:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

রাবি শিক্ষকদের ভবন নির্মাণ বন্ধ যুবলীগ নেতার বাধায়

রাবি শিক্ষকদের ভবন নির্মাণ বন্ধ যুবলীগ নেতার বাধায়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাশে মির্জাপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মিলে একটি বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেছিলেন। কিন্তু চাঁদা না দেওয়ায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবলীগ সভাপতি মো. মেহেদী হাসান ইয়ামিনসহ তার ক্যাডার বাহিনী গত বুধবার রাতে হামলা চালিয়ে ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেয়। এর আগেও ওই এলাকায় ৩-৪টি ভবন নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা হাতিয়ে নিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এভাবেই দিনের পর দিন স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেন জিম্মি হয়ে পড়েছেন।

জানা যায়, ভুক্তভোগী শিক্ষকরা কোনো প্রতিকার না পেয়ে গত বৃহস্পতিবার রাতে নগরীর মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় মির্জাপুর ফ্ল্যাট মালিক সমিতির পক্ষে থানায় অভিযোগ দেওয়া তিন শিক্ষক হলেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিরুল ইসলাম কনক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হ্যাপি কুমার দাস এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. ওসমান গণি। অভিযোগ দেওয়ার আগে মতিহার থানার ওসি মো. রুহুল আমিন অভিযুক্ত ইয়ামিনকে ফোন করে থানায় ডাকলেও তিনি যাননি। এর কিছুক্ষণ পরই ইয়ামিন ভুক্তভোগী এক শিক্ষককে ফোন করে হুমকি দেন।

জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নগরীর মতিহার থানার মির্জাপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-কর্মকর্তা মিলে প্রায় ১১ কাঠা জমি কেনেন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আনুমানিক রাত ৮টার মধ্যে বাড়ি নির্মাণের অংশ হিসেবে শ্রমিকরা মাটি কাটছিলেন। এ সময় ইয়ামিন, আলামীন ও এখলাছুর রহমানের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ঘটনাস্থলে আসে। তারা শ্রমিকদের ওপর হামলা চালিয়ে কাজ বন্ধ করে দেয়। এ সময় তারা শ্রমিকদের হুমকি দিয়ে বলে, তাদের অনুমতি ছাড়া কোনো নির্মাণকাজ করা যাবে না।

ভবন নির্মাণ কাজের রড মিস্ত্রি মো. রনি আলী বলেন, ‘আমরা বিল্ডিং নির্মাণের জন্য মাটি কাটার কাজ করছিলাম। সন্ধ্যার পর তারা কাজের সাইটে এসে আমাদের ওপর হামলা চালায়। এ সময় তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।’

ভুক্তভোগী রাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. ওসমান গণি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষকসহ ১৭ শিক্ষক-কর্মকর্তা মির্জাপুরে জমি কিনে ১১ তলা একটি ভবন নির্মাণের উদ্যোগ নিই। আমরা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হলে গত বুধবার ওই ঠিকাদারি প্রতিষ্ঠান ভবন নির্মাণের কাজ শুরু করে। কিন্তু হঠাৎ ওই দিন সন্ধ্যার পর ইয়ামিন, আলামিনসহ প্রায় ১৫-২০ জনের একটি গ্রুপ নির্মাণ শ্রমিকদের মারধর, অকথ্য ভাষায় গালাগাল ও ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেয়। আমরা যাতে জীবনের নিরাপত্তাসহ নির্বিঘ্নে দ্রুত কাজ করতে পারি সেজন্য থানায় জিডি করেছি।’

মতিহার থানা সূত্রে জানা গেছে, যুবলীগের ইয়ামিনের বিরুদ্ধে মতিহার থানায় ছিনতাই, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনের মামলাসহ অন্তত ৪-৫টি মামলা রয়েছে। ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মী জানান, ইয়ামিন, আলামিনসহ ওই গ্রুপ এলাকায় প্রতিনিয়ত সন্ত্রাসী, চাঁদাবাজি কর্মকাণ্ডে লিপ্ত।

অভিযুক্ত মেহেদী হাসান ইয়ামিন বলেন, ‘যে জায়গাটিতে বাড়ি নির্মাণ করা হচ্ছে, সেটি ময়লা-আবর্জনার স্তূপ ছিল। আমরা স্থানীয় কয়েকজন মিলে জায়গাটি পরিষ্কার করি। সে সময় শিক্ষকরা কথা দিয়েছিলেন বাড়ি নির্মাণের কাজটি আমাদের দিয়ে করাবেন। কিন্তু হঠাৎ দেখি, বাইরের লোকজন গিয়ে কাজ করছে। পরে আমরা কথা বলতে গিয়েছিলাম। এখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি। যাকে কাজ দেওয়া হয়েছে সে তো বড় বড় কাজ করে। ছোট কাজে ও আসবে কেন? আমার বাড়ির পাশের কাজ। এর আশেপাশে কয়েকটি বিল্ডিং হয়েছে। সেখানে কিন্তু আমি কাজ করেছি। এই কাজটাও আমাদের দেওয়ার কথা ছিল।’ থানায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলে দাবি করেন ইয়ামিন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’ ইয়ামিনের বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘হয়তো তার বিরুদ্ধে আরও মামলা আছে। নথি ঘেঁটে বিষয়টি বলতে পারব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র গরমে সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস

বেপজা অর্থনৈতিক জোনে বিনিয়োগ করবে চীনা কোম্পানি

বগুড়ায় বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, থাকছে বিদেশ সফরের সুবিধা

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

ইসরায়েল ও ইউক্রেনকে ৯৫ বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘শিশুসাহিত্যিক পরিচয়ের আড়ালে পর্নোগ্রাফি বানাতেন টিপু কিবরিয়া’ 

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা বক্তৃতামালা অনুষ্ঠিত

গরমে পোষা প্রাণীর যত্ন নেবেন যেভাবে

১০

ডিএনসিসিকে সহযোগিতা করবে চীনের আনহুই প্রদেশ

১১

ঢাবিতে পঞ্চব্রীহি ধান নিয়ে সেমিনার অনুষ্ঠিত

১২

তিন মামলায় মামুনুল হকের জামিন 

১৩

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সাবেক আর্জেন্টাইন তারকা

১৪

ঢাকার ভবন মালিকদের হুঁশিয়ারি দিলেন মেয়র তাপস

১৫

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

১৬

সেই নারী কাউন্সিলর চামেলীকে দল থেকে বহিষ্কার

১৭

বিশ্বজুড়ে শুধু গরমেই বছরে মারা যান ১৮৯৭০ শ্রমিক

১৮

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

১৯

যুদ্ধের মধ্যেই মন্ত্রীকে আটক করলেন পুতিন

২০
*/ ?>
X