প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শাহজালালে ইয়াবাসহ গ্রেপ্তার মাদককারবারি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাহিদ হোসেন নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩ হাজার ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাহিদের বাড়ি কক্সবাজারের টেকনাফে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, সকালে এপিবিএনের গোয়েন্দা দল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কার্যক্রম চালানোর সময় জাহিদের আচরণ সন্দেহজনক মনে হয়। তার দিকে এগিয়ে যেতেই তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় গোয়েন্দা সদস্যরা তাকে ধরে ফেলেন। এরপর তাকে এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গত ২ সপ্তাহের মধ্যে এ নিয়ে তিনজনকে ইয়াবাসহ বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জাহিদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

Related Stories

No stories found.
logo
kalbela.com