
ভোটারদের ভয় দেখানোর অভিযোগে প্রার্থিতা হারিয়েছেন গাজীপুর সিটির ৪০ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান। নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেওয়া হবে না— ভোটারদের এমন হুমকি দেওয়ার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিব এ তথ্য জানান।
এর আগে ভোটারদের হুমকির ওই বক্তব্যের জেরে আজিজুরকে বুধবার নির্বাচন কমিশনে তলব করা হয়েছিল। গত মঙ্গলবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক
আশাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মে গাজীপুর সিটির ৪০ নম্বর ওয়ার্ডে পুবাইল এলাকার কলের বাজারে মিছিল ও জনসভা করেন এ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমান। জনসভায় ‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেব না’ মর্মে তিনি ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য দেন, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টির প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশনার মো. আজিজুর রহমানকে কমিশনে এসে এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশনা দিচ্ছে। বেআইনি মিছিল, জনসভা ও ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০-এর বিধি ৯১ এবং সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি ৩১ ও ৩২-এর পরিপন্থি।
কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় গাজীপুর মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সফর আলীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় মহানগরীর তেলিপাড়া এলাকায় এ জরিমানা করা হয়।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি সানোয়ার জাহান জানান, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় ওই কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তিনি মুচলেকা দিয়েছেন, ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করবেন না।