মাহমুদুল হাসান
প্রকাশ : ২৫ মে ২০২৩, ০৯:২১ এএম
প্রিন্ট সংস্করণ

চিকিৎসার বাইরে ৬০% থাইরয়েড রোগী

চিকিৎসার বাইরে ৬০% থাইরয়েড রোগী

চিকিৎসার জন্য খুলনা থেকে রাজধানীতে এসেছেন রাশেদুল ইসলাম। ছয় বছর আগে তার থাইরয়েড শনাক্ত হয়। ধানমন্ডির দ্য থাইরয়েড সেন্টারে চিকিৎসকের জন্য অপেক্ষায় বসে থাকা রাশেদুলের সঙ্গে তার স্ত্রীও এসেছেন।

কথা প্রসঙ্গে তিনি বলেন, ছয় বছর আগে যখন রোগ শনাক্ত হয়, তখন খুব ভয় পেয়েছিলাম। কিন্তু বিলম্ব না করে চিকিৎসা গ্রহণের পর থাইরয়েড এখন জটিল রোগ মনে হয় না। থাইরয়েড শনাক্তের পর নিয়মিত চিকিৎসা নিচ্ছি। এরপর দুই সন্তানের বাবা হয়েছি; কিন্তু তারাও থাইরয়েডমুক্ত রয়েছে। রাশেদুল একা নন, এ দেশের বিপুল জনগোষ্ঠী থাইরয়েড রোগে আক্রান্ত। তাদের ৬০ শতাংশের বেশিই জানেন না তারা থাইরয়েড সমস্যায় ভুগছেন। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, থাইরয়েড রোগ বিস্তারে বংশগতির প্রভাব রয়েছে। বিশেষ করে দাদি, নানি বা মায়েদের থাইরয়েডের সমস্যা থাকলে শিশুরও থাইরয়েড সমস্যা হওয়ার আশঙ্কা বেশি। বাংলাদেশে প্রায় ৫ কোটির বেশি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছে। হিসাব করলে তা মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশের বেশি হবে। প্রাপ্তবয়স্ক নারীদের প্রায় ২ শতাংশ এবং পুরুষের প্রায় ০.২ শতাংশ হাইপারথাইরয়েডিজম (থাইরয়েড হরমোনের বৃদ্ধিজনিত সমস্যা) রোগে ভোগেন। ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। প্রাপ্তবয়স্ক পুরুষ-নারীদের মধ্যে ৩.৯ শতাংশ থেকে ৯.৪ শতাংশ হারে হাইপোথাইরয়েডিজম (থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত সমস্যা) থাকতে পারে। আরও প্রায় ৭ শতাংশ নারী ও পুরুষ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে ভুগে থাকে। নবজাতক শিশুদেরও থাইরয়েডের হরমোন ঘাটতিজনিত সমস্যা হতে পারে।

বাড়ন্ত শিশুরাও থাইরয়েড হরমোন ঘাটতিতে ভুগতে পারে। এ সময় থাইরয়েডের হরমোন ঘাটতি হলে শিশুদের দৈহিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে ২০০৯ সাল থেকে সারা বিশ্বে এ দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— থাইরয়েড গ্রন্থির রোগ বিস্তারে বংশগতির ভূমিকা। রাজধানীর ধানমন্ডি দ্য থাইরয়েড সেন্টারে দিবস উপলক্ষে পঞ্চমবারের মতো চার দিনব্যাপী থাইরয়েড মেলার আয়োজন করা হয়েছে। মেলায় থাইরয়েড রোগীদের স্বল্পখরচে চিকিৎসা ও এক বছরের নিচের শিশুদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার রাজধানীতে অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটলজিস্ট অব বাংলাদেশ (এসিইডিবি) আয়োজিত সংবাদ সম্মেলেনে জানানো হয়, বাংলাদেশের প্রায় ৫ কোটির বেশি মানুষ বিভিন্ন ধরনের থাইরয়েড সমস্যায় ভুগছে। কিন্তু তাদের সিংহভাগেরও বেশি মানুষ জানে না, তারা থাইরয়েড সমস্যায় আক্রান্ত। থাইরয়েড গ্রন্থিটি মূলত গলার সামনের দিকের উঁচু হাড়ের নিচে অবস্থিত। গ্রন্থিটি দেখতে প্রজাপতি সদৃশ এবং এটি ট্রাকিয়া বা শ্বাসনালিকে পেঁচিয়ে থাকে। যদিও এটি একটি ছোট গ্রন্থি, কিন্তু এর কার্যকারিতা ব্যাপক। থাইরয়েড গ্রন্থি কর্তৃক নিঃসৃত হরমোন মানব পরিপাক প্রক্রিয়ার অন্যতম ভূমিকা পালন করে। ভ্রূণ অবস্থা থেকে আমৃত্যু থাইরয়েড হরমোনের প্রয়োজন অপরিহার্য। এ হরমোনের তারতম্যের জন্য শারীরিক ও মানসিক বৃদ্ধি, শরীর মোটা হওয়া, ক্ষয় হওয়া, মাসিকের বিভিন্ন সমস্যা, ত্বকের বিভিন্ন সমস্যা, হার্টের সমস্যা এবং চোখ ভয়ংকরভাবে বড় হয়ে যেতে পারে। বন্ধ্যত্বের অন্যতম কারণ হিসেবে থাইরয়েড হরমোনের তারতম্যকে দায়ী করা হয়। শারীরিক কার্যক্ষমতা সঠিক রাখার জন্য নির্দিষ্ট মাত্রায় এ হরমোন শরীরে থাকা জরুরি। হরমোন নরমাল থেকেও থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে। সাধারণত আয়োডিনের অভাবে গলা ফোলা রোগ হয়ে থাকে, যাকে আমাদের সাধারণ ভাষায় ঘ্যাগ রোগ বলা হয়। বাংলাদেশে যদিও আয়োডিনযুক্ত লবণ খাওয়া হচ্ছে; কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডায়াবেটিস ও হরমোন বিভাগের উদ্যোগে পরিচালিত সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আমাদের বেশিরভাগ স্কুলগামী শিশু এবং অন্তঃসত্ত্বাদের আয়োডিনের অভাব রয়ে গেছে। এ আয়োডিন শরীরে অতি প্রয়োজনীয় থাইরয়েড হরমোন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। থাইরয়েড হরমোনের সবধরনের চিকিৎসা এ দেশে হয়।

গত ৩০ বছরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের থাইরয়েড ক্লিনিকের মাধ্যমে হাজার হাজার মানুষ থাইরয়েডের সুচিকিৎসা পেয়েছে। ক্লিনিকটি দেশের একমাত্র সমন্বিত থাইরয়েড ক্লিনিক, যা নিউক্লিয়ার মেডিসিন এবং সার্জারি বিভাগের মাধ্যমে মানুষকে সেবা দিয়ে আসছে।

দ্য থাইরয়েড সেন্টার এক সংবাদ সম্মেলনে জানায়, সুস্থ নবজাতকের জন্য সুস্থ মা একান্ত প্রয়োজন। মায়ের থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে এর প্রভাব নবজাতকের ওপর পড়ে। নবজাতকের থাইরয়েড হরমোনের অভাব শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। ফলে শিশু প্রতিবন্ধীতে পরিণত হতে পারে। শিশুকে এ প্রতিবন্ধিতার হাত থেকে রক্ষা করার জন্য প্রত্যেক নবজাতকের জন্মের সঙ্গে সঙ্গে থাইরয়েড হরমোন পরীক্ষা জরুরি।

জানা যায়, দেশের পুরোনো আটটি সরকারি মেডিকেল কলেজের সঙ্গে নতুন করে আরও ছয়টি মেডিকেল কলেজে এন্ডোক্রাইনোলজি বিভাগ খোলা হয়েছে। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রায় ১০০ হরমোন বিশেষজ্ঞ এবং বেসরকারি পর্যায়ে আরও প্রায় দুই শতাধিক হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক কাজ করছেন। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত এসব বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়নের মাধ্যমে এনসিডির লক্ষ্যমাত্রা অর্জন সহজ হতো।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের নিউক্লিয়ার মেডিসিন ও থাইরয়েড বিশেষজ্ঞ এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী বলেন, দেশে থাইরয়েড আক্রান্ত ব্যক্তির ৬০ শতাংশই চিকিৎসাসেবার আওতায় নেই। অথচ দেশে এখন অত্যাধুনিক পদ্ধতিতে থাইরয়েডের চিকিৎসা চলছে। এখন বিনা অপারেশনে রেডিও ফ্রিকোয়েন্সি, মাইক্রোওয়েভ ও লেজার ব্যবহারের মাধ্যমে, কোনো কাটা ছাড়া শুধু সুঁইয়ের মাধ্যমে টিউমার অপসারণ করা যায়। থাইরয়েড টিউমার লেজারের মাধ্যমে অ্যাবলেশন করা যায়। তাতে রোগীকে অজ্ঞান করার প্রয়োজন পড়ে না। কিংবা রোগীকে হাসপাতালে থাকার প্রয়োজন পড়ে না এবং এ পদ্ধতির কোনো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, খরচও কম। টিউমার অ্যাবলেশনের পদ্ধতি দেশের মানুষের থাইরয়েড সমস্যা ও লিভার ক্যান্সারের চিকিৎসায় অবদান রাখবে বলে মনে করেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি (ডায়াবেটিস ও হরমোন) বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এসিইডিবি সভাপতি অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন বলেন, বাংলাদেশে থাইরয়েডের সবধরনের উন্নত চিকিৎসা রয়েছে। কারও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। চিকিৎসা গ্রহণ করলে থাইরয়েড রোগী দীর্ঘদিন সুস্থতার সঙ্গে বেঁচে থাকতে পারে। তিনি বলেন, থাইরয়েড নিয়ন্ত্রণের জন্য আয়োডিনের অভাব দূর করতে হবে। দেশের অধিকাংশ ব্র্যান্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা মেনে লবণ উৎপাদন করে না। ২০১৫ সালের এক মডেল সার্ভেতে দেখা গেছে, প্রায় ৪০ শতাংশ ব্যক্তির শরীরে আয়োডিনের অভাব রয়েছে। এ ক্ষেত্রে দেশের প্রচলিত লবণে আয়োডিনের সঠিক মাত্রা ঠিক রাখা জরুরি। খেয়াল রাখতে হবে, লবণ উৎপাদন থেকে যেন ভোক্তা পর্যন্ত লবণে আয়োডিনের মাত্রা ঠিক থাকে। তাহলে থাইরয়েডের ঝুঁকি কমানো সম্ভব হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) পরিচালক এবং এসিইডিবি সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. রহুল আমিন বলেন, বিশ্বে সেখানে ৪ হাজার নমুনা পরীক্ষার বিপরীতে একজনের নমুনায় থাইরয়েড শনাক্ত হয়েছে। বাংলাদেশে সেখানে মাত্র ২০০ থেকে ২৫০ জনের নমুনায় থাইরয়েডের অস্তিত্ব মিলেছে। এ রোগ নিয়ন্ত্রণের জন্য দেশের শতভাগ নবজাতককে থাইরয়েড পরীক্ষা জরুরি। এ ক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জন্মের পরপরই, বয়ঃসন্ধিকালে, মায়েদের গর্ভধারণের আগে এবং বয়স ৪০ হওয়ার পরপর জীবনের এ চারটি সময়ে অবশ্যই থাইরয়েড স্ক্রিনিং করা প্রয়োজন।

কর্মসূচি : আজ বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগে থাইরয়েড সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে। সেইসঙ্গে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ বৃহস্পতিবার সকালে থাইরয়েড স্ক্রিনিং ক্যাম্প করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের। এ ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও এনজিও দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পহেলা বৈশাখে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

আবহাওয়া নিয়ে আরও বড় দুঃসংবাদ

উপজেলা নির্বাচনের নামেও প্রহসন করছে সরকার : ভিপি নুর

ফ্রান্সের ইরানি দূতাবাসে বোমা আতঙ্ক, আটক ১

দুই কারারক্ষীর অনৈতিক সম্পর্ক, প্রধান কারারক্ষীসহ বদলি ৩

কালবেলায় সংবাদ প্রকাশ, সেই কৃষকদের শসা কিনল ‘স্বপ্ন’

চার জেলার সঙ্গে রংপুরের বাস চলাচল বন্ধ

ফেসবুক ব্যবহার বন্ধের পরামর্শ!

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৪ হাজার ছাড়াল

১০

জামায়াতের তিন নেতা গ্রেপ্তার 

১১

সাগ্রাইয়ের শেষ দিনে মৈত্রী পানি উৎসব

১২

ছাত্রলীগ নেতার নেতৃত্বে বিল দখলের চেষ্টা, কর্মী গুলিবিদ্ধ

১৩

শিব নারায়ণ দাশের মৃত্যুতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর শোক

১৪

আগের ম্যাচে খরুচে বোলিংয়ের পরও একাদশে মোস্তাফিজ 

১৫

অসুস্থ নেতার পাশে মহানগর বিএনপি

১৬

ট্রাফিক সদস্যদের বিশুদ্ধ পানি ও স্যালাইন দিচ্ছে ডিএমপি কমিশনার

১৭

চট্টগ্রামে হিটস্ট্রোকে একজনের মৃত্যু

১৮

নির্বাচন করবেন যুব মহিলা লীগ নেত্রী, আলোচনায় সাড়ে ৩ কোটি টাকার বাড়ি

১৯

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে আইসিসি

২০
*/ ?>
X