গাজীপুরে তালাবদ্ধ ঘরে নারী পোশাক শ্রমিকের লাশ

মরদেহ।
মরদেহ।প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল এলাকায় তালাবদ্ধ ঘর থেকে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার করমতলা পশ্চিমপাড়ার একটি বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত নাজমা (৩৫) সিরাজগঞ্জের এনায়েতপুরের জালালপুর গ্রামের মাহমুদ আলীর মেয়ে। স্থানীয় নেক্সট কম্পোজিট গার্মেন্টসে স্বামী ওমর ফারুকের সঙ্গে অপারেটর পদে চাকরি করতেন নাজমা।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, ২ বছর আগে নিজের পছন্দে ময়মনসিংহের তেলিয়া গ্রামের ওমর ফারুককে দ্বিতীয় বিয়ে করেন নাজমা। বিয়ের পর তারা পুবাইলের ওই ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় কাজ করতেন। গত শনিবার সন্ধ্যায় স্বজনরা ফোন করে নাজমাকে পাচ্ছিলেন না। রোববার সকালে প্রতিবেশীরা জানালা দিয়ে তালাবদ্ধ ঘরে নাজমার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে নাজমার মরদেহ উদ্ধার করে। পুবাইল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, নাজমার মাথা ও শরীরের বিভিন্ন অংশ রক্তে মাখা। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। নাজমার স্বামী পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com