আব্দুল্লাহ আল জোবায়ের
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

শেষ দিকে বিক্রির ধুম

শেষ দিকে বিক্রির ধুম

অন্যধারা প্রকাশনীর সামনে দীর্ঘ লাইন। এই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে সাদাত হোসাইনের লেখা রোমান্টিক উপন্যাস ‘সে এসে বসুক পাশে’। তার জন্যই উৎসুক পাঠকের অপেক্ষা। অতঃপর তিনি এলেন। এর পরই অটোগ্রাফসহ বই কেনার হিড়িক লেগে গেল। প্রিয় লেখকের সঙ্গে ছবি তুলতেও ভুল করলেন না পাঠকরা। একই প্রকাশনী থেকে গাজী মিজানুর রহমান লিখিত ‘ঘুরে দাঁড়াও আরেকবার’ বইটিও বিক্রি হচ্ছিল বেশ।

গতকাল শনিবার ছিল অমর একুশে বইমেলার শেষ ছুটির দিন। শনিবার হওয়ায় মেলা শুরু হয় সকাল ১১টায়। ফলে সকাল থেকেই মেলায় ছিল শিশুদের আনাগোনা। শিশুপ্রহর থাকায় বাবা-মায়ের সঙ্গে মেলায় আসে শিশু-কিশোররা। সিসিমপুরকে ঘিরে আনন্দ-উল্লাসে মাতে শিশুরা। উল্লসিত অভিভাবকরাও। মোহাম্মদপুর থেকে ছয় বছরের মাহিন ইসলামকে নিয়ে মেলায় এসেছেন তার মা আয়েশা ইসলাম। তিনি বলেন, নতুন বই দেখে বাচ্চারা পড়ার উৎসাহ পায়। এর মাধ্যমে পরের প্রজন্ম বই, লেখক, প্রকাশক ও বইমেলার পরিবেশের সঙ্গে পরিচিত হতে পারে। সেজন্যই বইমেলায় আসা।

বিকেলে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, উপচে পড়া ভিড় না থাকলেও সবার হাতে হাতে বই। যারা মেলায় এসেছেন বেশির ভাগই বই কিনে মেলা প্রাঙ্গণ ত্যাগ করছেন। এর ফলে খুশি লেখকরা। সপ্তর্ষি প্রকাশন এবারের মেলায় এনেছে রম্য অভিনেতা ফারুক আহমেদের বই ‘ভাঙা চশমা’। প্রকাশনীর সামনেই দেখা হয়ে গেল অভিনেতার সঙ্গে। তিনি ‘ভাঙা চশমা’ বইয়ের প্রচারণা তো করলেনই, সঙ্গে এ-ও জানালেন, বইয়ের বিক্রিতে তিনি সন্তুষ্ট।

ফারুক আহমেদ বলেন, বইমেলা নিয়ে আমি সবসময় আশাবাদী। ১৬ ফেব্রুয়ারির পরে বেশ কয়েক দিন মেলায় এসেছি। বই বিক্রি

আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে। এটি অবশ্যই ইতিবাচক দিক।

এবারের বইমেলায় তার আরও একটি বই প্রকাশিত হয়েছে। দুই যুগের বেশি সময় হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক স্মৃতি জমে ছিল তার মনের কঠোরে। সেই স্মৃতিগুলোকে সবার মাঝে বিলিয়ে দিতে তিনি লিখেছেন ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’। কিংবদন্তি পাবলিকেশন বইটি প্রকাশ করেছে।

নবান্ন প্রকাশনী মেলায় এনেছে কবি মুহাম্মদ সামাদের ‘শৃঙ্খল মুক্তির জন্য কবিতা’। কবিতা উৎসবে ভাষণ ও দশটি সাক্ষাৎকার নিয়ে বইটি লেখা হয়েছে। মেলার পরিস্থিতি কেমন জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ও কবি মুহাম্মদ সামাদ বলেন, একটা সময় তো ছোট পরিসরে মেলা হতো। এখন মেলার কলেবর বৃদ্ধি পেয়েছে। এবারের বইমেলায় এসে ভালোই লেগেছে। তিনি বলেন, একজন পাঠকের বই কেনার ধারাবাহিকতা থাকে। সব সময়ই তার প্রয়োজন হয়। সে কারণে তারা গবেষণাধর্মী বইগুলো কিনে থাকেন। ফলে এসব বইমেলা শেষ হয়ে গেলেও বিক্রি হয়। তবে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হওয়ার পর বই লেখেন, তাদের বইগুলো মেলার পরে আর কেউ খোঁজেন না। তার পরও তাদের লেখালেখির আগ্রহকে আমি স্বাগত জানাই। এভাবে লিখতে লিখতে এক সময় হয়তো ভালো কোনো বইও তারা লিখতে পারেন।

মেলায় প্রয়াত ঢাবি শিক্ষার্থীর বই ‘টিপবতীর নীল টিপ’: গতকাল বইমেলায় এসেছে প্রয়াত শাহরিয়ার হোসেন সাব্বির লেখা কবিতার সংকলন ‘টিপবতীর নীল টিপ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ২০২২ সালে। সাব্বিরের বই প্রকাশ করেছেন তার বড় ভাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শাহাদাত হোসেন কবির। বইটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী।

এসেছে মঈদুল ইসলামের ‘যেমতি বিচারি আমি’: অমর একুশে বইমেলার ২৪তম দিনে মেলায় এসেছে মঈদুল ইসলামের লেখা ‘যেমতি বিচারি আমি’। অ্যাডর্ন পাবলিকেশন্স বইটি প্রকাশ করেছে। বইয়ের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। বইটির লেখক মঈদুল ইসলাম একজন সুপরিচিত আইন গ্রন্থকার, প্রবন্ধকার, আলোচক ও আইন বিশেষজ্ঞ। সমাজ, আইন ও বিচারের নানাদিক নিয়ে দীর্ঘদিন ধরে লিখে যাচ্ছেন তিনি। এ ছাড়া জাতীয় গণমাধ্যমগুলোতেও তার সরব উপস্থিতি আছে। এসব গণমাধ্যমে তিনি নিয়মিত কলাম লেখক।

বইমেলায় নতুন বই : অমর একুশে বইমেলার ২৫তম দিনে গতকাল ১৮৫টি নতুন বই এসেছে। এর মধ্যে গল্পের বই ২৩টি, ১৯টি উপন্যাস, ১১টি প্রবন্ধ, কবিতার বই ৬৬টি, গবেষণার বই ১টি, ছড়ার বই ১০টি, শিশুসাহিত্য ৪টি, জীবনী ৭টি, মুক্তিযুদ্ধবিষয়ক বই ৩টি, নাটক ২টি, বিজ্ঞানবিষয়ক বই ১টি, ভ্রমণবিষয়ক বই ২টি, ইতিহাস ৪টি, চিকিৎসা/স্বাস্থ্যের বই ১টি, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই ১টি, রম্য/ধাঁধার বই ১টি, ধর্মীয় বই ২টি, অনুবাদ ৬টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য বই এসেছে ২০টি।

বইমেলার অনুষ্ঠান : গতকাল শনিবার অমর একুশে বইমেলার ২৫তম দিনে মেলা শুরু হয় সকাল ১১টায়, চলে রাত ৯টা পর্যন্ত। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেলায় ছিল শিশুপ্রহর। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় কভিড-১৯: ভাষার বৈশ্বিকতা ও বাংলাদেশের সাহিত্য এবং কভিড-১৯: সংস্কৃতির সংকট ও রূপান্তর শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন হাকিম আরিফ এবং মোহাম্মদ শেখ সাদী। আলোচনায় অংশগ্রহণ করেন পারভেজ হোসেন, হামীম কামরুল হক, কে এইচ মাসুদ সিদ্দিকী এবং আবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিকউল্লাহ খান।

সভাপতির বক্তব্যে রফিকউল্লাহ খান বলেন, করোনার সংকটময় কালে সারা বিশ্বের মতো বাংলাদেশও মুখোমুখি হয়েছে বিপর্যয়কর পরিস্থিতির। সে সময় আমরা বিচ্ছিন্নতার অভিজ্ঞতা লাভ করেছি, আমাদের সাহিত্য ও সংস্কৃতি নানাভাবে রূপান্তরিত হয়েছে। তথাপি বাংলাদেশের মানুষ সাহসিকতার সঙ্গেই করোনা সংকট মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন সামসাদ সুলতানা খানম, হাসান রাউফুন, বীথি রহমান এবং মামুন সারওয়ার।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন প্রদীপ মিত্র, সুহিতা সুলতানা, চঞ্চল শাহরিয়ার, আরিফ মঈনুদ্দিন, সামতান রহমান, হরষিত বালা, কানিজ পারিজাত, মনির ইউসুফ, ইমরান পরশ এবং মীর রেজাউল কবির। আবৃত্তি পরিবেশন করেন সুপ্রভা সেবতি, সাহিত্য ভঞ্জ চৌধুরী এবং রত্না সিন্হা। এ ছাড়া ছিল রাজেশ দাসের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘উঠোন’, আলম আরা জুঁইয়ের পরিচালনায় আবৃত্তি সংগঠন ‘কুষ্টিয়া আবৃত্তি পরিষদ’, সাজেদ ফাতেমীর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘নকশীকাঁথা’, আরিফুজ্জামান চয়নের পরিচালনায় নৃত্য সংগঠন ‘উদ্ভাস নৃত্যকলা একাডেমি’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী মুজিব পরদেশী, রুশিয়া খানম, রাকিবুল ইসলাম রাকিব, সমর বড়ুয়া, লুনা ফাতিমা, ডালিয়া সুলতানা, নাসিমা খন্দকার পাপিয়া এবং সোমা দাস। যন্ত্রাণুষঙ্গে ছিলেন সঞ্জয় কুমার দাস (তবলা), উসায়েদ আহমেদ প্রতীক (কিবোর্ড), মো. হাসান আলী (বাঁশি) এবং অরূপ কুমার শীল (দোতারা)।

আজকের অনুষ্ঠানসূচি

আজ রোববার অমর একুশে বইমেলার ২৬তম দিনে মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্থানীয় সাহিত্যের বৈভব ও জেলা সাহিত্যমেলা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সাইমন জাকারিয়া। আলোচনায় অংশগ্রহণ করবেন মুন্সি আবু সাইফ, সাহেদ মন্তাজ এবং মুহাম্মদ মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুহম্মদ নূরুল হুদা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা

শনিবার শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, জবিতে পরীক্ষা দেবেন অর্ধলক্ষ শিক্ষার্থী

হিটস্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা

হজ পারমিট দেওয়া শুরু করেছে সৌদি আরব

নওগাঁয় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

হঠাৎ বার্সা কোচের ‘ইউটার্ন’

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

তীব্র গরমের মধ্যেই শিলাবৃষ্টির আভাস

১০

যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের আহ্বান প্রধানমন্ত্রীর

১১

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির দুই নেতাকে শোকজ

১২

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাচ্ছে না ভারত!

১৩

যুক্তরাষ্ট্রের সামরিক বিমান আটকে দিল কুমির, ভিডিও ভাইরাল

১৪

কী আছে আজ আপনার ভাগ্যে

১৫

নাটোরে ইসতিসকার নামাজ আদায়

১৬

শ্রমিক সংকটে বোরো চাষিরা

১৭

২৮৮ সেনা-বিজিপি সদস্যদের মিয়ানমারে হস্তান্তর

১৮

পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা

১৯

৪০ দিন আগেও প্রস্তুত নয় বিশ্বকাপের ভেন্যু

২০
*/ ?>
X