ব্যর্থ সরকার পাগলের মতো আচরণ করছে : ড. মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পুরোনো ছবি

ক্ষমতাসীন সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমাদের দেশে যেসব বৃহৎ দেশের কূটনীতিক আছেন, সরকার তাদের বিশেষ নিরাপত্তা প্রত্যাহার করেছে। এর অর্থ হচ্ছে, এই সরকার কূটনৈতিক ক্ষেত্রেও চরমভাবে ব্যর্থ হয়ে আজ পাগলের মতো আচরণ করছে। দেশে-বিদেশে আর এ সরকারের কোনো সমর্থন নেই, ক্ষমতা নেই। সরকারের বিরুদ্ধে ‘গণঅভ্যুত্থান’ সৃষ্টি করতে দলের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। গতকাল বুধবার বিকেলে রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান। উচ্চ আদালতের নির্দেশনাকে নিম্ন আদালত ও সরকারের অবজ্ঞা,

গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নে এ পদযাত্রা হয়। সুবাস্তু টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে পদযাত্রা শুরু করেন, যা মালিবাগের আবুল হোটেল মোড়ে গিয়ে শেষ হয়।

মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, রকিবুল ইসলাম বকুল, রফিক সিকদার, মহানগর বিএনপির তাবিথ আউয়াল, এজিএম শামসুল হক, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের সুলতানা আহমেদ, যুবদলের শফিকুল ইসলাম মিল্টন, ওলামা দলের নজরুল ইসলাম তালুকদার, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।

একই ইস্যুতে গতকাল দুপুর ২টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বাসাবো বালুর মাঠ থেকে পদযাত্রা শুরু করে মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের লোকজন ডিমেনশিয়া (স্মৃতিভ্রংশ) রোগে আক্রান্ত হয়েছেন। গ্যাসের দাম আবার নাকি বৃদ্ধি করবে। এ কয়েকদিন আগে গ্যাসের দাম যে বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে তারা হয়তো ভুলে গেছে। দেশে যেভাবে লুটপাট হচ্ছে, ওটা তারা ভুলে গেছে। ভোট চুরি করে নিশিরাতে, ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে—এটাও তারা ভুলে গেছে।

তিনি বলেন, আজ জনগণকে নিয়ে আমাদের পদযাত্রা শুরু হলো। এর মাধ্যমে এ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে ইনশাআল্লাহ আমাদের পদযাত্রা থামবে। এ ছাড়া আমাদের কোনো কাজ নেই। বাসাবো, শাহজাহানপুর এলাকায় বিএনপির সময়ে স্থাপিত শিশু-কিশোরদের একাধিক খেলার মাঠ দখল করে বিভিন্ন অবকাঠামো নির্মাণের কঠোর সমালোচনা করেন তিনি।

মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্যসচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, নাসির উদ্দিন অসীম, ডা. রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, মহানগর বিএনপির নবী উল্লাহ নবী, হাবিবুর রশীদ হাবিব, তানভীর আহমেদ রবিন, মোশাররফ হোসেন খোকন, মহিলা দলের আফরোজা আব্বাস, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়ন, ওলামা দলের শাহ নেছারুল হক প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com