সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ০১ জুন ২০২৩, ০১:৫৪ পিএম
প্রিন্ট সংস্করণ

খাতুনগঞ্জে ঢুকেই আমদানির দ্বিগুণ দাম এলাচের

খাতুনগঞ্জে ঢুকেই আমদানির দ্বিগুণ দাম এলাচের

দেশের ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অস্থির হয়ে উঠেছে মসলার বাজার। এলাচসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম হুহু করে বেড়েই চলেছে। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়ছে খুচরা বাজারে। এতে সীমিত আয়ের লোকজন বাড়তি ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন।

কিছুদিনের ব্যবধানে পাইকারি বাজারটিতে এলাচ, লবঙ্গ, জিরা, মরিচ, হলুদ, ধনিয়াসহ বেশ কিছু মসলাজাতীয় পণ্যের দাম বেড়েছে কয়েকগুণ। বেশি দাম বেড়েছে এলাচের। বন্দরসহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা এলাচের দাম পড়েছে প্রতি কেজি গড়ে ৮১৫ টাকা; কিন্তু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকার বেশি দরে। ব্যবসায়ীরা কেজিতে প্রায় দ্বিগুণ লাভ করছেন। নানা অজুহাতকে পুঁজি করে সুযোগকে কাজে লাগাচ্ছে একটি সিন্ডিকেট। মানভেদে পাইকারিতে ছোট দানার এলাচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৩২০ থেকে ১ হাজার ৩৫০ টাকায়, মাঝারি আকৃতির প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ টাকায়। আর ভালো মানের বড় দানার প্রতি কেজি বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ২৫০ টাকায়। একইভাবে মুনাফা করা হচ্ছে জিরা, লবঙ্গ, রসুন, দারচিনি, হলুদ, মরিচ, জয়ত্রীসহ অন্য মসলাতেও।

ব্যবসায়ীরা বলছেন, আমদানি কম হওয়ায় পণ্যের দাম বাড়ছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে, চলতি অর্থবছরে প্রায় ৩০ শতাংশ কমেছে পণ্য আমদানি। তবে ডলার সংকটে যাতে আমদানি ব্যাহত না হয়, সেজন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একাধিক ব্যবসায়ী জানান, মসলার আমদানিকারক শতাধিক হলেও বাজার নিয়ন্ত্রণ করছেন ৪০ থেকে ৫০ জন। আমদানি করা মসলার ৭০ শতাংশই আছে তাদের গুদামে। সিন্ডিকেট করে তারা এখন সরবরাহ কমিয়ে দিয়েছেন বাজারে। এতে বেড়েছে চাহিদা। পণ্যের চাহিদা বৃদ্ধি ও সরবরাহ কমায় অস্থিতিশীল হয়ে উঠেছে মসলার বাজার। একই সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতা, সরকারের দুর্বল নজরদারি ও খুচরা বাজারে দাম নিয়ে চলছে স্বেচ্ছাচারিতা।

সূত্রটি আরও জানায়, চলতি বছরের শুরু থেকে ২৫ মে পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় ২৫ হাজার টন রসুন আমদানি করা হয়েছে। গত বছরের এ সময়ের তুলনায় তা প্রায় ৯ হাজার টন (৫৬ শতাংশ) বেশি। লবঙ্গ ৩০, মরিচ ১১ ও রসুনের আমদানি বেশি হয়েছে ৩৫ শতাংশ। গতবারের তুলনায় গড়ে প্রায় দ্বিগুণ আমদানি হয়েছে মসলা। তবুও আমদানি মূল্যের প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে প্রতিটি মসলা। তবে দাম বাড়ার ছয়টি কারণ চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ও সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, মসলার বাজারে তিন ধরনের ব্যবসায়ী আছেন। কিছু ব্যবসায়ী ট্যাক্স, ভ্যাট দিয়ে বৈধ পথে আমদানি করেন। কিছু ব্যবসায়ী অবৈধ পথে ভেজাল মসলা এনে কম দামে তা বাজারে বিক্রি করেন। এর বাইরে অন্য ব্যবসায়ীরা সংখ্যায় কম হলেও প্রভাবশালী। বেশিরভাগ আমদানি তারাই করেন। তারাই বাজার নিয়ন্ত্রণ করেন। তবে প্রশাসনের কঠোর মনিটরিং হলে এলাচ, বিভিন্ন পণ্যের দাম কমসহ বাজারের পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন কালবেলাকে বলেন, এলাচসহ মসলার পর্যাপ্ত আমদানি আছে। তার পরও গত ঈদের তুলনায় এবার প্রতিটি মসলার দাম কেজিতে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। অসাধু ব্যবসায়ীদের কোনো শাস্তি হচ্ছে না। এসব কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভোক্তারা। দ্বিগুণ দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন তারা।

বাংলাদেশ মসলা ব্যবসায়ী সমিতির ভাইস প্রেসিডেন্ট অমর কান্তি দাস বলেন, জিরা এবং এলাচ গতবারের তুলনায় কিছুটা কম আমদানি হয়েছে। ভারত, আফগানিস্তান ও ইরানে জিরার ফলন কম হওয়ার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। এ দুটি পণ্যের দাম তাই বাড়তির দিকে। কিছু পণ্য বেশি এলেও ডলারের অস্থিরতার প্রভাব পড়েছে সেগুলোতে।

চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২৫ মে পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় ৫০০ টন জিরা আমদানি হয়েছে। গত বছরের একই সময়ে আমদানি ছিল মাত্র ৩০০ টন। এবার একই সময়ে সাড়ে ৫ হাজার টন দারচিনি, ৪২৫ টন লবঙ্গ, ৮৬০ টন এলাচ, ১ হাজার ২৫৩ টন জিরা, ১০৬ টন জয়ত্রী এবং ৪৯৩ টন গোলমরিচ আমদানি করা হয়েছে।

এক সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি লবঙ্গের দাম বেড়েছে ৮০ থেকে ৮৫ টাকা। এখন দাম ১ হাজার ৫০০ থেকে শুরু করে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত। তবে প্রতি কেজি লবঙ্গের আমদানি মূল্য ৮০০ থেকে ৯০০ টাকা। এক সপ্তাহ আগের তুলনায় এলাচের দাম বেড়েছে কেজিতে ৬০ থেকে ৭০ টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ টাকার ওপরে। এর আমদানি মূল্য গড়ে ৮১৫ টাকা।

বর্তমানে দারচিনি ৩২০ থেকে ৩৩০ টাকা, জিরা ৭৭০ থেকে ৭৮০ টাকা, জয়ত্রী ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৩০০ টাকায় বেচাকেনা হচ্ছে। গত সপ্তাহেও এসব মসলার দাম কেজিতে ৩০ থেকে ১৩০ টাকা পর্যন্ত কম ছিল।

জানা গেছে, বাংলাদেশে এলাচ আমদানি হয় তিন ধরনের। এর মধ্যে বড় দানার সবচেয়ে উন্নতমানের এলাচ আমদানি হয় ভুটান থেকে। মাঝারি আকৃতির মোটামুটি ভালো মানের এলাচ আমদানি হয় গুয়েতেমালা থেকে। এর বাইরে সংযুক্ত আরব আমিরাত, ভারত, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া থেকে কিছু এলাচ আমদানি করা হয়। তবে পরিমাণে অনেক কম। দেশের মোট আমদানির প্রায় ৯০ শতাংশ এলাচই গুয়েতেমালা থেকে আমদানি করা হয়। চলতি বছর ৪৯টি কনটেইনারে করে এখন পর্যন্ত দেশে এলাচ এসেছে প্রায় ১ হাজার ২৪ টন। এর দাম পড়েছে ১৬৫ কোটি টাকা। প্রতি কেজির দাম পড়েছে ৮০৬ থেকে ৮২৫ টাকা। সবচেয়ে বেশি এলাচ আমদানি করা তিনটি প্রতিষ্ঠান হচ্ছে চট্টগ্রামের। এগুলো হলো মেসার্স আবু মোহাম্মাদ অ্যান্ড কোম্পানি, মেসার্স সাউদার্ন ট্রেডিং ও মেসার্স এবি দাশ ট্রেডিং কোম্পানি। এই তিন প্রতিষ্ঠান যথাক্রমে ৬০, ১১৭ ও ৮০ টন এলাচ আমদানি করেছে। সব মিলিয়ে বছরে প্রায় ৩০০ কোটি টাকার এলাচ আসে দেশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমাদের যুদ্ধবিমান এফ-১৬ ভূপাতিত করার হুমকি পুতিনের

হাজার কোটি টাকার মালিক বাবা, কিছুই জানে না ছেলে

প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে নৈরাজ্য-নিরাপত্তাহীনতা বাড়বে : টিআইবি

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ

ড. হাফিজের লেখা ‘আমরা মুক্তি সেনা’ 

২৫ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি ডিইউজের

পূর্ণাঙ্গ উৎসব বোনাস ও সরকারি নিয়মে বাড়ি ভাড়া দাবি মাধ্যমিকের শিক্ষকদের

শত পরিবারের জন্য আমাদের করণীয় রয়েছে : কামাল উদ্দিন আহমেদ

দিনমজুরের কার্ড হাতিয়ে ৮ বছর ধরে চাল আত্মসাৎ করেন ডিলার

হত্যার পর দুই ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে বালুচাপা দিল ইসরায়েল

১০

জনগণের প্রতিদান দিতে রাজপথ ছাড়ব না : আমিনুল হক 

১১

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড

১২

নির্যাতন-নিপীড়নে বিএনপির আন্দোলন দমবে না : নোমান

১৩

প্রেস ক্লাবে হামলার মামলায় সাংবাদিকসহ কারাগারে ৭

১৪

৩২ হাজার ট্রেনের টিকিট পেতে দেড় কোটির বেশি হিট

১৫

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

১৬

আমরা একটা দুঃসময় অতিক্রম করছি : মির্জা ফখরুল 

১৭

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

১৮

রেল কারও ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী 

১৯

ওবায়দুল হাসানের সঙ্গে মার্কিন প্রধান বিচারপতির সাক্ষাৎ

২০
*/ ?>
X