আতাউর রহমান
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

এলাকায় সমাজসেবক, ঢাকায় তারা ভয়ংকর ডাকাত

এলাকায় সমাজসেবক, ঢাকায় তারা ভয়ংকর ডাকাত

নিজের এলাকায় কেউ রাজনীতিবিদ, কেউ দানবীর, আবার কেউ সমাজসেবক। কারও পেশা ঠিকাদার। নিজের এলাকায় চলেন সম্মানের সঙ্গে, সমীহ করেন লোকজনও। কিন্তু এলাকার বাইরে গেলেই বদলে যায় তাদের পেশা, একেকজন হয়ে উঠেন ভয়ংকর।

তারা মহাসড়কে বাস থামিয়ে পুলিশ পরিচয়ে করেন ডাকাতি। গত বছরের অক্টোবরে ঢাকা-শরীয়তপুর রুটে একটি বাস ডাকাতির ঘটনার তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই চক্রের সন্ধান পায়।

ডিবি সূত্র জানায়, ওই ডাকাত চক্রের প্রধান রাসেল কবির। তার বাড়ি বরগুনার আমতলী উপজেলার হলুদিয়া গ্রামে। এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত তিনি, হলুদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। রাসেল কবিরের সেকেন্ড ইন কমান্ড মাহতাব উদ্দিন এলজিইডির তালিকাভুক্ত ঠিকাদার। তিনি পটুয়াখালী সদরে ঠিকাদারি করেন, তার বাড়িও ওই এলাকায়। কবিরের দলের আরেকজন কাউসার আহমেদও বালুর ঠিকাদারি করেন, রাস্তা ও ভবন নির্মাণে অন্য ঠিকাদারদের বালু সরবরাহ করেন। পটুয়াখালীতে যুবলীগের রাজনীতিতে জড়িত তিনি। ভিন্ন পেশা থেকে আসা এ ডাকাত দলে জামাল হোসেন ও মুজিবুর রহমান নামে আরও দুই সদস্য রয়েছেন।

রাজনীতি আর সমাজসেবার আড়ালে ভয়ংকর ডাকাতিতে জড়িত এ দলটিকে শনাক্ত করে ঢাকা মহানগর পুলিশের লালবাগ গোয়েন্দা বিভাগ (ডিবি)। ওই বিভাগের উপকমিশনার মশিউর রহমান কালবেলাকে বলেন, গত বছরের ৬ অক্টোবর রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে বাসে শরীয়তপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। চুনকুটিয়া এলাকায় পুলিশ পরিচয়ে বাসটি থামায় ডাকাত দলের সদস্যরা। এরপর ওই ব্যবসায়ীকে ৪০ যাত্রীর সামনে থেকে টেনেহিঁচড়ে মারধর করতে করতে বাস থেকে নামিয়ে নেয় তারা। পরে ডাকাত দলের সদস্যরা ওই ব্যবসায়ীর ৪১ লাখ টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে লাথি দিয়ে রাস্তার পাশে ফেলে চলে যায়। ওই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হলে ডিবির লালবাগ বিভাগ ছায়াতদন্ত শুরু করে। দীর্ঘ তদন্তে ভয়ঙ্কর এই ডাকাত দলের সন্ধান মেলে।

ডিবির এ কর্মকর্তা বলেন, ওই মামলার ছায়াতদন্ত করতে গিয়ে ডাকাত দলটিকে শনাক্ত করা হয়। এরপর সম্প্রতি পুরান ঢাকার সূত্রাপুরে একটি ফাস্টফুডের দোকানে ডিবি রেকি করতে গেলে ডাকাত দলটি অস্ত্রের মুখে ডিবি সদস্য ও দোকানকর্মীদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ওই দলের সদস্য মাহতাব উদ্দিন, কাউসার আহমেদ, জামাল হোসেন ও মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তারা রিমান্ডে ডাকাতির বিস্তারিত তথ্য দিয়ে দলনেতা হিসেবে রাসেল কবিরের নাম জানায়। তাদের মধ্যে কাউসার আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দি দিয়েছে।

তিনি বলেন, এই চক্রটির কেউ রাজনীতি করে, কেউ ঠিকাদার। এলাকায় তারা সমাজসেবক এবং দানবীর হিসেবে পরিচিত। তবে এলাকার বাইরে গেলে ভয়ঙ্কর ডাকাত হয়ে যায়। ডাকাতির টাকায় বাড়ি-গাড়িও তৈরি করেছে তারা।

ডিবির লালবাগ বিভাগের এডিসি কায়সার রিজভী কোরায়শী কালবেলাকে বলেন, রাসেল কবিরের ডাকাতদলটি ভয়ঙ্কর। এই দলের চার সদস্যকে গ্রেপ্তার সম্ভব হয়েছে। মূলহোতা রাসেল কবিরসহ অন্য এক সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানায়

ডাকাতি মামলার পাশাপাশি সূত্রাপুর থানায় মামলা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন এবং ১১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

এদিকে বরগুনার আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক কালবেলাকে বলেন, তার ইউনিয়নে যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল কবির। গত তিন থেকে চার মাস ধরে তাকে এলাকায় দেখা যায় না। এলাকায় এলেও রহস্যজনকভাবে চলাফেরা করে সে।

তিনি বলেন, রাসেলের কোনো পেশা নেই, আয়েরও উৎস নেই। এরপরও এলাকায় সে লাখ লাখ টাকার দাদন ব্যবসা করে, লোকজনকেও দান-খয়রাত করে। মা-বাবার মৃত্যুবার্ষিকীতে ৩০ লাখ টাকা খরচ করে মিলাদ দেয়।

এদিকে ডাকাতির শিকার রফিকুল ইসলাম বলেন, তিনি মোবাইল ফোন এবং কম্পিউটার এক্সেসরিজ সামগ্রীর ব্যবসা করেন। পুরান ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে ৪১ লাখ টাকা তুলে বাবুবাজার থেকে একটি বাসে উঠে শরীয়তপুরের নড়িয়াতে যাচ্ছিলেন। তাকে বহন করা বাসটি চুনকুটিয়ায় যেতেই দুইটি মোটরসাইকেল এসে সেটি থামায়। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে বাসের ভেতরই মারধর করতে করতে নিচে নামিয়ে নেয়। ওই সময়ে অন্য যাত্রীরা ভয়ে চুপ ছিলেন। তাকে নিচে নামিয়েই মারধর শুরু হয়। অপরাধ জানতে চাইলে কোনো কথা না বলেই লাথি দিয়ে রাস্তার পাশে ফেলে তার টাকার ব্যাগটি নিয়ে মোটরসাইকেলে চলে যায় পুলিশ পরিচয় দেওয়া লোকজন। পরে তিনি ঘটনা বুঝতে পারেন।

এদিকে ডিবির লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান জানান, তারা ঘটনাটি তদন্ত করতে গিয়ে দেখেছেন, ডাকাত দলটি ওই ব্যবসায়ী টাকা উত্তোলণের সময়েই নজরদারি করছিল। পরে তাকে অনুসরণ করে বাসটি আটকে টাকা লুটে নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারল কৃষককে

বাবার বাড়ি যাওয়ায় স্ত্রীকে ২৭টি কোপ দিলো স্বামী

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ব্যারিস্টার খোকনের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি 

বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

বাংলাদেশের দাবদাহ নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

অনুষ্ঠিত হলো বিইউএইচএস -এর প্রথম সমাবর্তন

ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে : ম্যাখোঁ

ছেলেদের দোষে ডুবছেন মাহাথির মোহাম্মদ

হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপাকড়

১০

তীব্র তাপপ্রবাহে বৃষ্টি চেয়ে হাজারো মুসল্লির কান্না

১১

মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

১২

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

১৩

কারিগরির ফাঁকা সনদ মিলল তোষকের নিচে, গ্রেপ্তার কম্পিউটার অপারেটর

১৪

ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

১৫

ভোট দিলে যে শহরে মিলবে ফ্রি বিয়ার, ট্যাক্সিসহ নানা সুবিধা

১৬

কুমিল্লায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

১৭

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

১৮

চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

১৯

সুইজারল্যান্ডে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি তুলে ধরলেন শিক্ষামন্ত্রী 

২০
*/ ?>
X