ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ০৭:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

হল থেকে শিক্ষার্থীর জিনিসপত্র ছুড়ে ফেলল ছাত্রলীগ

হল থেকে শিক্ষার্থীর জিনিসপত্র ছুড়ে ফেলল ছাত্রলীগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের এক আবাসিক শিক্ষার্থীকে হল কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী মাহাদী হাসান।

মাহাদী হাসান ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। লিখিত অভিযোগে তিনি বলেন, কয়েকদিন ধরে আমার নামে বরাদ্দ করা কক্ষে থাকছি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্দিক, তরুণ, ফাহিম ফয়সাল ও রাজু আমাকে হলের ৪২৭ নম্বর কক্ষে যেতে বলেন। সেখানে পৌঁছে দেখি আমার বই-খাতা, তোশক ও বালিশ রুমের বাইরে পড়ে আছে। প্রথমে ফাহিম আমাকে বলে, ‘তুই মাহাদী?’ আমি হ্যাঁ সূচক উত্তর দিলে তিনি বলেন, ‘তুই কোন কক্ষে থাকিস?’ আমি বলি, ‘৪২৮ আমার আবাসিক কক্ষ।’ তখন ফাহিম বলেন, ‘আগে কোথায় ছিলি?’ আমি বলি, ‘৩০৮-এ মেহেদি হাসান তানভীরের অতিথি হিসেবে ছিলাম।’ তখন রাজু ভাই আমাকে ধমক দিয়ে বলেন, ‘তুই কে! তোকে আগে কখনো হলে দেখিনি তো। আর ওইসব আবাসিকতার কাহিনি বাদ দে, আমরা যা বলব হলে তাই হবে।’ পরে তরুণ আমার প্রয়োজনীয় জিনিসপত্রের দিকে ইঙ্গিত করে বলেন, ‘এইখানে তোর সবকিছু আছে, নিয়ে চলে যাস।’

অভিযুক্তরা তরুণ, ফাহিম ফয়সাল ও রাজু শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী। এ বিষয়ে অভিযুক্ত তরুণকে একাধিকবার মোবাইল ফোনে কল দিয়েও পাওয়া যায়নি। অভিযুক্ত ফাহিম ফয়সাল বলেন, ‘আমরা তাকে হল থেকে বের করে দিইনি। বরং সে ৩০৮ নম্বর কক্ষে প্রায় ২ বছর ধরে অন্য একজনের আবাসিক সিটে থাকে। ওই আবাসিক সিটের ছেলেকে যখন ৪২৮ নম্বর কক্ষে দেওয়া হয়, তখন সে ওই কক্ষের আবাসিকতা দাবি করে। তাকে বলা হয়েছে, তুমি তো ৩০৮-এ থাক, এখন এখানে কেন। তুমি ওখানেই থাক বলে তার জিনিস নিয়ে যেতে বলি।’

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, অভিযোগকারী শিক্ষার্থীকে সিট থেকে বের করে দেওয়ার অভিযোগটি মিথ্যা। কারণ, সে ওই সিটে উঠেনি। আর আমরা কোনো আবাসিক ছাত্রকে হলে উঠতে বাধা দিইনি। আমরা সবসময় বৈধ শিক্ষার্থীদের হলে উঠতে সাহায্য করি।

লালন শাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। হল সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগেও আবাসিক শিক্ষার্থীদের বরাদ্দ করা সিটে ওঠাতে গিয়ে ছাত্রলীগের বাধার মুখে পড়ে লালন শাহ হল প্রশাসন। দফায় দফায় ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলেও এর কোনো সমাধান হয়নি। বছরের পর বছর চেষ্টা করেও বৈধ আবাসিক সিটে উঠতে পারেননি বলে অভিযোগ রয়েছে একাধিক শিক্ষার্থীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারে মোস্তাফিজের দায় দেখছেন না চেন্নাই অধিনায়ক

দ্রুত গলছে হিমবাহ, হ্রদের আয়তন বাড়ছে হিমালয়ে

দুর্বৃত্তদের ছোড়া হাত বোমায় বাবা-ছেলে গুরুতর আহত

ঢাকায় চাকরি দিচ্ছে বে গ্রুপ

খালেদা জিয়ার গ্যাটকো মামলার চার্জ শুনানি ২৫ জুন

হিট স্ট্রোকে নর্থ সাউথের শিক্ষার্থী তূর্যের মৃত্যু

উপজেলা নির্বাচন / যারা মনোনয়ন প্রত্যাহার করেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা : কাদের

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার

চলচ্চিত্রে আগ্রহী মডেল আইরিন

রাজধানীতে জামায়াতের উদ্যোগে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত

১০

রোহিঙ্গা ভোটারদের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছেন হাইকোর্ট

১১

তীব্র দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা

১২

গুগল ড্রাইভের নতুন সার্চ ফিল্টার অ্যান্ড্রয়েডেও

১৩

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জ্যামাইকা

১৪

চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি-সম্পাদককে অব্যাহতি

১৫

ঢাবির বিজয় একাত্তর হল / ছাত্রলীগের গেস্টরুম চলাকালে অজ্ঞান শিক্ষার্থী 

১৬

আজ ঢাকার বাতাস কেমন?

১৭

কক্সবাজারে ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

১৮

র‌্যাবের ১২তম মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত ইসলাম

১৯

‘ইরানে হামলা চালালে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না’

২০
*/ ?>
X