ইমরান খানের দলকে নিষিদ্ধের চিন্তাভাবনা

পিটিআইপ্রধান ইমরান খান।
পিটিআইপ্রধান ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, গত ৯ মে ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর তার দল তেহরিক-ই ইনসাফ (পিটিআই) যে সহিংসতা চালিয়েছে, এর পরিপ্রেক্ষিতে সরকার দলটিকে নিষিদ্ধের চিন্তাভাবনা করছে।

গতকাল বুধবার ইসলামাবাদে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তবে সিনেটর ব্যারিস্টার আলী জাফর বলেছেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, পিটিআইকে নিষিদ্ধ করা হলেও এ নিয়ে সুপ্রিম কোর্টে গেলে তা এক দিনের মধ্যেই বাতিল ঘোষণা করা হতে পারে। খবর দ্য ডনের।

খাজা আসিফ বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পর্যালোচনা চলছে। পিটিআই গত ৯ মে একাধিক প্রতিরক্ষা স্থাপনায় হামলে পড়ে রাষ্ট্রের মূল ভিত্তিকে চ্যালেঞ্জ জানিয়েছে। সামরিক স্থাপনায় ভাঙচুরের ঘটনা পরিকল্পিত আক্রমণ ছিল। আর এ পরিকল্পনার নেপথ্যে ছিলেন পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান। আমাদের কাছে এর অনেক প্রমাণ আছে এবং তাদের লোকজনও বলছে এ বিষয়ে তাদের আগেই জানানো হয়েছিল।

আমার মতে, এ ঘটনার মধ্য দিয়ে তার এক বছরের লড়াই, সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এমন কোনো অপরাধ নেই, যা ৯ মে করা হয়নি! আইএসআই অফিসে হামলা হয়েছে, শিয়ালকোটে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করা হয়েছে। তারা লাহোর সেনাবাহিনীর কমান্ডারের বাড়িতেও আগুন দিয়েছে।

পিটিআইয়ের চেয়ারম্যান সেনাবাহিনীকে প্রতিপক্ষ হিসেবে দেখছেন। তার পুরো রাজনীতিই সেনাবাহিনীর ছত্রচ্ছায়ায় হয়েছে। অথচ আজ হঠাৎ করেই তিনি এ বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এ কথা পিটিআই থেকে বেরিয়ে যাওয়া নেতারাই বলছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত ৯ মের সহিংসতার বিষয়ে সেনাবাহিনীর অবস্থান বৈধ। পরিস্থিতি মোকাবিলার ফলে নতুন এক অবস্থার তৈরি হয়েছে। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করা হলে তা ঠেকাতে বর্তমান জোট সরকার সম্ভাব্য সব পদক্ষেপই গ্রহণ করবে।

এদিকে সিনেটর ব্যারিস্টার আলী জাফর প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, পিটিআইকে নিষিদ্ধ করা হলেও এ নিয়ে সুপ্রিম কোর্টে গেলে তা এক দিনের মধ্যেই বাতিল ঘোষণা করা হতে পারে। গতকাল সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি গত শতকের ৬০-এর দশকে জামায়াত-ই-ইসলামীর ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা তুলে ধরেন, যা পাকিস্তানের তৎকালীন প্রধান বিচারপতি অ্যালভিন রবার্ট কার্নেলিয়াস বাতিল করে দিয়েছিলেন। সে সময় সুপ্রিম কোর্ট বলেছিলেন, কেউ চাইলেই একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। রাজনৈতিক দল গঠন করার অধিকার প্রত্যেকেরই রয়েছে। পিটিআইয়ের বিরুদ্ধে নাশকতার অভিযোগ উঠেছে। এটা একটি ব্যক্তিগত কাজ। এর জন্য ব্যক্তি দায়ী। এ নিয়ে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না।

উল্লেখ্য, গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তার করা হয় ইমরানকে। বর্তমানে এ মামলায় জামিনে রয়েছেন তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com