
ডরথি ডত্তিয়ে ফিদেলির প্রথম বিয়ে হয়েছিল ১৯৬৫ সালে। এ সময় অনুষ্ঠান হয়েছিল ছোট পরিসরে। সে সংসার ৯ বছরের বেশি টেকেনি। এরপর ৪০ বছর তিনি ছিলেন একা। এতদিন একা থাকার পর জীবনে রং আনার শখ হলো তার। ঘটালেন অবাক করা ঘটনা। তিন সন্তানের মা ৭৭ বছরের এ বৃদ্ধা নিজেকে বিয়ে করলেন ঘটা করে।
ডত্তিয়ের আবাস এখন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের গোসেন শহরে। নিজেকে বিয়ের এ বুদ্ধি নাকি তিনি পেয়েছেন তার এক বন্ধুর কাছ থেকে। তার ওই বন্ধু নাকি আবার এরকম বিয়ের অনুষ্ঠান দেখেছেন টিভি টকশোতে।
প্রথম বিয়ে মনমতো হয়নি ডত্তিয়ের। তিনি জানান, সেদিন তিনি পরেছিলেন কালো পোশাক। তাতেই তার সর্বনাশের শুরু। এরপর কেটে গেছে ৪০ বছর। পরে তিনি তার মেয়েকে জানালেন নিজেকে বিয়ে করতে চাওয়ার কথা। মেয়ে এতে উৎসাহের সঙ্গে সায় দিলেন। শুধু তাই নয়, মাকে সহযোগিতা করলেন রান্না এবং রুম সাজগোজে। এরপর আয়োজন করে সম্পন্ন হলো বিয়ে। বিয়েতে ওই বৃদ্ধা পরলেন সুন্দর সাদা পোশাক এবং মাথায় ছিল হেডবেন্ড। দ্বিতীয় বিয়ের সময় তাকে কিছুটা চাপে আছেন বলে মনে হচ্ছিল। কিন্তু আনুষ্ঠানিকতা শেষে উচ্ছ্বাস লুকাতে পারেননি ডত্তিয়ে। তিনি বলেন, আমি কখনো ভাবিনি, আমাকে এত সুন্দর দেখাবে। এটি আমার জন্য খুবই আনন্দের। কেননা, আমি সবসময় এমন কিছুই চেয়েছিলাম। সূত্র: মিরর