দক্ষিণ ভারতের বিশ্বজয়

দক্ষিণ ভারতের বিশ্বজয়
ছবি : সংগৃহীত

ভারতীয়দের জন্য খুশির সময়। একটা নয়, একেবারে দু-দুটি অস্কার যাচ্ছে দেশটিতে। ৯৫তম একাডেমি পুরস্কারে ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’ জিতেছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। কার্তিকি গনসালভেস পরিচালিত এবং গুনিত মঙ্গা প্রযোজিত এ ছবিটি তামিল ভাষায় তৈরি।

অন্যদিকে অস্কার মঞ্চ ও পুরস্কার—দুই জায়গায় মাত করে দিয়েছে ‘আরআরআর’। তেলেগু এ ছবিটির ‘নাটু নাটু’ গানের আগে ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছিল। এবার সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতল গানটি। তেলেগু ছবির ইতিহাসে প্রথম অস্কার মনোনয়ন ও জয়।

অন্যদিকে মঞ্চও কাঁপিয়েছে গানটি। এতে পারফর্ম করেন গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। গানের তালে পা মেলান আমেরিকান-ভারতীয় নৃত্যশিল্পী লরেন গটলিয়েব। তার সঙ্গ দিলেন একঝাঁক শিল্পী। ক্ষণিকের জন্য মঞ্চটা হয়ে ওঠে যেন দক্ষিণ ভারতের খোলা প্রান্তর।

সেখানে আরেক তারকা দীপিকা পাড়ুকোনের উপস্থিতি বাড়তি আনন্দ দিয়েছে ভারতীয়দের। উপস্থাপনার দায়িত্বে থাকা এ অভিনেত্রী গানটির সঙ্গে পরিচয় করিয়ে দেন। গৌরবের ছটাটা যেন ছড়িয়ে পড়ে দীপিকার মুখেও। পুরস্কারটি গ্রহণ করেন সংগীত পরিচালক এম এম কিরাবানি।

উপস্থিত ছিলেন ছবির গানের দুই তারকা জুনিয়র এনটিআর, রামচরণ ও পরিচালক এস এস রাজমৌলি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com