
গোল্ডেন রেট্রিভার জাতের কুকুর টাকার। সে মাতিয়ে রাখে সামাজিক যোগাযোগমাধ্যম। রয়েছে আড়াই কোটি ভক্ত। তাদের ওপর ভর করেই কুকুরটি এখন তারকা। আর এ তারকাখ্যাতি তার মালিককে এনে দিচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা। বছরে নাকি টাকারের আয় ১১ কোটি ছুঁইছুঁই।
সামাজিক যোগাযোগমাধ্যমের জগতে টাকারের পথচলা শুরু ২০১৮ সালে, যখন তার বয়স ছিল ৮ সপ্তাহ। তখন তার মালিক বুডজিন তাকে একটি ইনস্টাগ্রাম পেজ খুলে দেন। পরের
মাসেই তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২ বছর বয়স থেকেই কুকুরটির বার্ষিক আয় কোটি টাকার বেশি। তার এ আয় হয় বিজ্ঞাপন থেকে। এখন বুডজিন ও তার স্বামী দুজনই চাকরি ছেড়ে দিয়েছেন টাকার ও তার ছানা টডকে দেখভালের জন্য।
বুডজিন জানান, ইউটিউব থেকে পেইড প্রমোশনের মাধ্যমে আয় হয় প্রচুর। এ ছাড়া তারা ইনস্টাগ্রামের জন্য তিনটি থেকে আটটি স্টোরি তৈরি করতে নেন ২০ হাজার ডলারের মতো।
প্রিন্টেড পেট মেমোরিস নামে একটি প্রতিষ্ঠানের তথ্যমতে, প্রাণীদের মধ্যে টাকার বিশ্বের ১ নম্বর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। টিকটকে তার ফলোয়ার ১ কোটি ১১ লাখ, ইউটিউবে ৫১ লাখ, ফেসবুকে ৪৩ লাখ, ৩৪ লাখ ইনস্টাগ্রামে এবং টুইটারে ৬২ হাজার। সূত্র: এনডিটিভি