বছরে ১১ কোটি টাকা আয় কুকুরের

বছরে ১১ কোটি টাকা আয় কুকুরের

গোল্ডেন রেট্রিভার জাতের কুকুর টাকার। সে মাতিয়ে রাখে সামাজিক যোগাযোগমাধ্যম। রয়েছে আড়াই কোটি ভক্ত। তাদের ওপর ভর করেই কুকুরটি এখন তারকা। আর এ তারকাখ্যাতি তার মালিককে এনে দিচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা। বছরে নাকি টাকারের আয় ১১ কোটি ছুঁইছুঁই।

সামাজিক যোগাযোগমাধ্যমের জগতে টাকারের পথচলা শুরু ২০১৮ সালে, যখন তার বয়স ছিল ৮ সপ্তাহ। তখন তার মালিক বুডজিন তাকে একটি ইনস্টাগ্রাম পেজ খুলে দেন। পরের

মাসেই তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২ বছর বয়স থেকেই কুকুরটির বার্ষিক আয় কোটি টাকার বেশি। তার এ আয় হয় বিজ্ঞাপন থেকে। এখন বুডজিন ও তার স্বামী দুজনই চাকরি ছেড়ে দিয়েছেন টাকার ও তার ছানা টডকে দেখভালের জন্য।

বুডজিন জানান, ইউটিউব থেকে পেইড প্রমোশনের মাধ্যমে আয় হয় প্রচুর। এ ছাড়া তারা ইনস্টাগ্রামের জন্য তিনটি থেকে আটটি স্টোরি তৈরি করতে নেন ২০ হাজার ডলারের মতো।

প্রিন্টেড পেট মেমোরিস নামে একটি প্রতিষ্ঠানের তথ্যমতে, প্রাণীদের মধ্যে টাকার বিশ্বের ১ নম্বর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। টিকটকে তার ফলোয়ার ১ কোটি ১১ লাখ, ইউটিউবে ৫১ লাখ, ফেসবুকে ৪৩ লাখ, ৩৪ লাখ ইনস্টাগ্রামে এবং টুইটারে ৬২ হাজার। সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com