মৌলভীবাজারে বিএনপির কর্মসূচিতে হামলা

মৌলভীবাজার।
মৌলভীবাজার।ছবি : সংগৃহীত

মৌলভীবাজারে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান এ অভিযোগ করেন। গতকাল শনিবার মৌলভীবাজার সরকারি স্কুল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

মানববন্ধনে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী।

জানা যায়, বিএনপি নেতাকর্মীরা মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ইটের টুকরো নিক্ষেপ শুরু করে। এ সময় পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপি কর্মীরাও। হামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন।

এ বিষয়ে এম নাসের রহমান কালবেলাকে বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আমরা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় আমাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com