
রাজধানীর পল্টন থানার তিন মামলার মধ্যে হেফাজতে ইসলামের অর্থবিষয়ক সম্পাদক মনির হোসাইন কাশেমীকে দুই মামলায় জামিন দেননি হাইকোর্ট। দুই মামলায় রুল খারিজ করে গতকাল বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েসের বেঞ্চ এ আদেশ দেন। তবে পল্টন থানার অন্য এক নাশকতার মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে।
জামিন না হওয়া দুই মামলার একটি ২০২১ সালের ২৯ মার্চ দায়ের হয়। অন্যটি ২০২১ সালের ৫ এপ্রিল দায়ের হয়। এসব মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী দেলোয়ার হোসেন।