বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান কমোডর আরিফ

আরিফ আহমেদ মোস্তফা।
আরিফ আহমেদ মোস্তফা।ছবি : সংগৃহীত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন কমোডর আরিফ আহমেদ মোস্তফা। তিনি কমোডর (বর্তমানে রিয়ার অ্যাডমিরাল) গোলাম সাদেকের স্থলাভিষিক্ত হয়েছেন।

১৯৯২ সালে নৌবাহিনীতে কমিশন পাওয়ার পর ৩০ বছরের কর্মজীবনে বিভিন্ন কমান্ড, প্রশিক্ষণ, স্টাফ অফিসারের দায়িত্ব পালন করেছেন কমোডর আরিফ। এ ছাড়া বর্তমান পদবিতে তিনি সশস্ত্র বাহিনী বিভাগে মহাপরিচালক, সামরিক ও বেসামরিক সংযোগ পরিদপ্তর ও নৌসদরে ড্রাফটিং অথরিটি ছিলেন। আরিফ আহমেদ সর্বশেষ নৌবাহিনীর সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ, মিরপুর সেনানিবাসে ডেপুটি কমান্ড্যান্টের দায়িত্বে ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com