শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি মেনে নিন : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।পুরোনো ছবি

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

তিনি বলেন, ২০২৩ সালের শিক্ষা সিলেবাসে ইসলাম ও মুসলমানদের ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র পাকাপোক্ত করা হয়েছে। শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করারও দাবি জানান তিনি।

গতকাল শনিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন খানের পরিচালনায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক আশরাফ আলী, গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যাপক ড. একেএম ইউনুস, ইসলামী শিক্ষা উন্নয়ন জাতীয় কমিটির মো. আব্দুর রহমান, জাতীয়করণপ্রত্যাশী মহাজোটের জসিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের মো. সাইদুল হাসান সেলিমসহ বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতারা।

চরমোনাই পীর বলেন, জাতীয়করণের দাবিতে শিক্ষকরা আজ ফুটপাতে নির্ঘুম রাত কাটাচ্ছেন। বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের যে বাড়ি ভাড়া এবং বাসা ভাড়া দেওয়া হয় তা তাদের মর্যাদা ও শ্রমের সঙ্গে বেমানান।

সম্মেলনে অধ্যাপক নাসির উদ্দিন খানকে সভাপতি, মাওলানা এবিএম জাকারিয়াকে সিনিয়র সহসভাপতি ও প্রভাষক আব্দুস সবুরকে সেক্রেটারি জেনারেল করে জাতীয় শিক্ষক ফোরামের ২০২৩-২৪ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা এবং শপথবাক্য পাঠ করান চরমোনাই পীর।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com