চট্টগ্রাম-ঢাকা কক্সবাজারে প্রাইভেট হেলিকপ্টার চালু

চট্টগ্রাম-ঢাকা কক্সবাজারে প্রাইভেট হেলিকপ্টার চালু

ভ্রমণ ও চিকিৎসাসেবায় চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হয়েছে বেসরকারি হেলিকপ্টার সেবা। তিনটি হেলিকপ্টার নিয়ে প্রাইভেট সেবাটি চালু করেছে ‘চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিস’। গতকাল নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে সেবাটির উদ্বোধন হয়।

‘চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিস’-এর দুটি হেলিকপ্টার চট্টগ্রাম-ঢাকা এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। আবার যে কোনো এলাকায় ভাড়ায়ও যাবে। অন্য হেলিকপ্টারটি এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে জরুরি রোগী পরিবহনে ভাড়ায় পরিচালিত হবে। উদ্বোধন উপলক্ষে ১৯ ও ২০ মে ‘চট্টগ্রাম সিটি জয় রাইড’-এ একজন যাত্রী মাত্র ৪ হাজার ৯৯৯ টাকায় পুরো নগরী ভ্রমণের সুযোগ পাচ্ছেন। জনপ্রতি ৯ হাজার ৯৯৯ টাকায় চট্টগ্রাম টু ঢাকা এবং চট্টগ্রাম টু কক্সবাজার ভ্রমণের সুযোগ থাকছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে চট্টগ্রাম সিটির সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, দ্রুত এবং জরুরি প্রয়োজনে হেলিকপ্টারের চাহিদা বেড়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com