বিস্ফোরণে দম্পতির মৃত্যু, সংসার সাজাতে গিয়ে অন্ধকার ঘরে তারা

সিদ্দিকবাজার এলাকায় একটি বহুতল ভবনে বিস্ফোরণ।
সিদ্দিকবাজার এলাকায় একটি বহুতল ভবনে বিস্ফোরণ।ছবি : সংগৃহীত

পুরান ঢাকার ইসলামবাগের বাসিন্দা মমিনুল ইসলাম স্ত্রী নদী আক্তারকে নিয়ে সিদ্দিকবাজার এলাকায় স্যানিটারি মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন। বাসার বেসিন আর আয়না পুরোনো হয়ে যাওয়ায় সংসার সাজাতে সেগুলো কেনার কথা ছিল তাদের। মঙ্গলবার বিস্ফোরণ হওয়ার আগে ওই ভবনের দোকানে এসব পণ্য কিনছিলেন তারা। কিন্তু সেই বিস্ফোরণে প্রাণ হারান এ দম্পতি।

মমিনুল সিসি ক্যামেরা স্থাপনের কাজ করতেন, তার স্ত্রী গৃহিণী ছিলেন। ১৩ বছর বয়সী মেয়ে মাইমুনা আক্তার এবং ১১ বছরের ছেলে নাইম ইসলামকে নিয়ে ইসলামবাগে নিজ বাড়িতে থাকতেন তারা। মমিনুলের মামাতো ভাই আবদুল্লাহ আল মামুন জানান, বাসার বেসিন ফেটে গিয়েছিল। বেসিনসহ আরও কিছু স্যানিটারি পণ্য কেনার জন্য ভাই ও ভাবি বেরিয়েছিলেন। সেখানে গিয়ে তারা মারা গেলেন। বুধবার ভোরে আজিমপুর কবরাস্থানে দুজনকে দাফন করা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com