সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন চায় হিন্দু মহাজোট

সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন চায় হিন্দু মহাজোট
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সংগঠনটির নেতারা বলেছেন, তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামী সংসদ নির্বাচনে দেশের হিন্দু সম্প্রদায় ভোট বর্জন করবে। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি। সংসদে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তারা ৬০টি সংরক্ষিত আসনের দাবি করেন।

সংগঠনের নেতারা জানিয়েছেন, এসব দাবিতে আজ শনিবার সকালে দেশের সব জেলা ও উপজেলা সদরে সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু সুরক্ষা আইন করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। দেশের হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু কমিশন চায় না, তথাকথিত সুরক্ষা আইন চায় না।’

গোবিন্দ চন্দ্র প্রামাণিক আরও বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠাই হিন্দু সম্প্রদায়ের একমাত্র দাবি।’ বিভিন্ন সময় নির্যাতনসহ নানা কারণে ক্রমাগত দেশত্যাগে দেশে হিন্দুদের সংখ্যা ক্রমেই কমছে। অথচ সংখ্যালঘু সমস্যা সমাধানে সংসদ সর্বদাই নীরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ গোবিন্দ চন্দ্র প্রামাণিকের। তিনি বলেন, ‘বর্তমান সংসদে ১৬ জন হিন্দু সংসদ সদস্য রয়েছেন। কিন্তু হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে তাদের কোনো ভূমিকা নেই। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার মতো কোনো সদস্য জাতীয় সংসদে নেই। কারণ, তারা দলের ইচ্ছার বাইরে কথা বলতে পারেন না।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com