
পিরোজপুর সদরে বাসের সঙ্গে সংঘর্ষে একটি নছিমনের চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের শংকরপাশায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন উপজেলার চন্দ্রার শাহিন মল্লিক (১৮), একই উপজেলার চোমরার ইয়াসিন মিনা (২২), বাগেরহাটের কচুয়ার মো. বাদশা (১৭) ও শাহিন মোল্লা (২০)।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সিরাজুল ইসলাম শিমলু জানান, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে একটি বিয়েবাড়িতে ক্যাটারিং সার্ভিস (খাবার পরিবেশন) করার জন্য তারা নছিমন-টমটম গাড়িতে করে ১৮ জন পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিলেন। তাদের গাড়িটি শংকরপাশায় পৌঁছলে ডান পাশের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। এতে বিপরীত দিক দিয়ে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান।