
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ রক্ষায় আদালত যে সিদ্ধান্ত দেবেন, সে অনুয়ায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, বর্তমান অধ্যক্ষ ফরহাদ হোসেন এবং প্রবীণ শিক্ষক জাকির হোসেনের বিষয়ে আদালতের কিছু নির্দেশনা রয়েছে। উচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী প্রবীণ শিক্ষক জাকির হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন। গতকাল শনিবার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
কামাল মজুমদার বলেন, আমরা স্কুলের শিক্ষকদের এমপিও বাতিল করেছিলাম একটি মহৎ উদ্দেশে। আমরা শিক্ষকদের বেতনের অংশ গরিব-দুঃখীদের বা কোনো একটি সংস্থায় দিয়ে দেওয়ার জন্য বলেছিলাম। তবে এখন আমরা শিক্ষকদের এমপিওভুক্তি চাই। আমি শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানাব—আমাদের শিক্ষকদের এমপিওভুক্ত করা হোক, জাতীয়করণ করা হোক। মনিপুর স্কুলে শিক্ষার্থীদের জিম্মি করে টিউশন ফি আদায়ের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন প্রতিমন্ত্রী।