সাভারে বংশী নদীর পাড়ে শতাধিক স্থাপনা উচ্ছেদ

সাভারে তৃতীয় দিনের মতো পরিচালনা করা হয়েছে উচ্ছেদ অভিযান।
সাভারে তৃতীয় দিনের মতো পরিচালনা করা হয়েছে উচ্ছেদ অভিযান।চবি : কালবেলা

সাভারে বংশী নদীর পাড়জুড়ে অবৈধভাবে গড়ে ওঠা ৫৩ জন দখলদারের প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল রোববার সকাল থেকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান চৌধুরী ও সুবীর কুমার দাশ।

সূত্রে জানা যায়, উচ্চ আদালতের নির্দেশে ও জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক সাভারের নয়ারহাট এলাকায় বংশী নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার মালিকদের তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নদীতীরের দখল জমির ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়ে সেই জমি দখলমুক্ত করা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. আদনান চৌধুরী বলেন, আগে থেকে তাদের নোটিশ করায় তারা নিজেরাই নিজেদের মালপত্র সরিয়ে নিয়েছিলেন। আজ আমরা শুধু তাদের স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়েছি।

এ সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে কোনোরূপ বাধার সম্মুখীন হতে হয়নি বলেও জানান সহকারী কমিশনার ভূমি ইসমাইল হোসেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com