খোন্দকার দেলোয়ার ও ব্যারিস্টার মওদুদের মৃত্যুবার্ষিকী আজ

খোন্দকার দেলোয়ার ও ব্যারিস্টার মওদুদ।
খোন্দকার দেলোয়ার ও ব্যারিস্টার মওদুদ।ছবি : সংগৃহীত

বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১২তম এবং স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।

খোন্দকার দেলোয়ার ২০১১ সালে এবং মওদুদ আহমদ ২০২১ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। এ উপলক্ষে প্রয়াতদের কবরে শ্রদ্ধা জানানোসহ নানা কর্মসূচির মাধ্যমে তাদের স্মরণ করবে বিএনপি। আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিকে দুনেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com