
প্রয়াত প্রখ্যাত সাংবাদিক এ বি এম মূসার সহধর্মিণী সেতারা মূসা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।
সেতারা মূসা ১৯৪০ সালে নানাবাড়ি কুমিল্লার লাকসামে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন পাকিস্তান অবজারভারের সম্পাদক পথিকৃৎ সাংবাদিক আবদুস সালামের জ্যেষ্ঠ কন্যা। নবম শ্রেণিতে পড়ার সময় এ বি এম মূসার সঙ্গে তার বিয়ে হয়। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স করেন। তিনি দৈনিক পূর্বদেশ, দৈনিক জনতা, দৈনিক আওয়াজসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি তিন মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল রাতে এশার পর রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড মসজিদে সেতারা মূসার জানাজা হয়। রাতে মরদেহ ফ্রিজিং ভ্যানে বাসার নিচে রাখা হয়। আজ বুধবার সকালে তার মরদেহ ফেনীতে গ্রামের বাড়িতে নেওয়া হবে। ফুলগাজীর কুতুবপুর গ্রামে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে এ বি এম মূসার কবরের পাশে তার লাশ দাফন করা হবে।
সেতারা মূসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।