সুভাষ চন্দ্র ধরের মৃত্যুবার্ষিকী আজ

সুভাষ চন্দ্র ধর।
সুভাষ চন্দ্র ধর।পুরোনো ছবি

সুভাষ চন্দ্র ধরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের এই দিনে তার মৃত্যু হয়। তিনি ১৯৪৭ সালের ২৫ অক্টোবর কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সুভাষ চন্দ্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন। তিনি গাংচিল মিডিয়া কমিউনিকেশন এজেন্সির স্বত্বাধিকারী প্রশান্ত কুমার ধরের বাবা।

সুভাষ চন্দ্রের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার রামকৃষ্ণ আশ্রম, ঠাকুরপাড়া, কুমিল্লায় বার্ষিক পারলৌকিক ক্রিয়ার আয়োজন করা হয়েছে। আত্মীয়-স্বজনদের তার বিদেহী আত্মার শান্তি কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com