ভাষা দিয়ে নারীকে দমনের প্রবণতা দূর করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।পুরোনো ছবি

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ধর্ষণের ঘটনায় নারীর ইজ্জত সম্ভ্রমহানির মতো সামাজিক ধারণা থেকে সমাজকে মুক্ত করতে হবে। এর আচরণগত দায় পুরুষের। ভাষা দিয়ে নারীকে দমিয়ে রাখার প্রবণতা দূর করতে হবে। একই সঙ্গে নারী-পুরুষের সাম্য প্রতিষ্ঠা ও নারীর অংশীদারত্ব বৃদ্ধি করতে পুরুষকে এই আন্দোলনে যুক্ত করার আহ্বান জানান তিনি।

গতকাল শনিবার রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে বাংলাদেশ মহিলা পরিষদের জাতীয় পরিষদ সভার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অন্তর্ভুক্তিমূলক সংগঠন গড়ি, নতুন সমাজ বিনির্মাণ করি’ স্লোগানে এ সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

দীপু মনি বলেন, আমরা এগিয়েছি অনেক দূর, কিন্তু যেতে হবে আরও বহুদূর। নারীর অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে নারীর অধিকার প্রতিষ্ঠায় নারীবান্ধব রাজনীতি ও নারী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় দেওয়া বক্তব্যে জাতীয় অধ্যাপক এবং স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. শাহলা খাতুন বলেন, দেশের নেতৃত্বের উচ্চপর্যায়ে নারীরা এলেও এখনো অনেক নারী বঞ্চনার শিকার। জেন্ডার বৈষম্য আছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। এ ছাড়া বক্তব্য দেন তথ্য কমিশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার সুরাইয়া বেগম, সুইডেন অ্যাম্বাসাডর আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্ড।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। সঞ্চালনা করেন সংগঠক সম্পাদক উম্মে সালমা বেগম। সভায় কাউন্সিলর উপস্থিত ছিলেন ৫০০ জন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com