শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
রীতা ভৌমিক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ০৯:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

শিশুদের জন্য সোনার বাংলা গড়তে চেয়েছিলেন বঙ্গবন্ধু

শিশুদের জন্য সোনার বাংলা গড়তে চেয়েছিলেন বঙ্গবন্ধু

শিশুদের জন্য সোনার বাংলা গড়ে তুলতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে লক্ষ্যে স্বাধীনতার পর নানা উদ্যোগ গ্রহণ করে বঙ্গবন্ধু সরকার। শিশুদের সুরক্ষার কথা ভেবে ১৯৭৪ সালে প্রণীত হয় শিশু আইন। ১৯৭৫ সালে আইনটির বিধিমালা হয়। স্বাধীনতার মহান স্থপতির ১০৩তম জন্মবার্ষিকী আজ শুক্রবার। বঙ্গবন্ধুর জন্মদিনটি জাতীয় শিশু-কিশোর দিবস হিসেবেও উদযাপিত হচ্ছে সারা দেশে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, বঙ্গবন্ধু শিশুবান্ধব সরকার গড়তে চেয়েছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ থেকে শিশুদের উন্নয়নে কাজ করছেন। স্মার্ট বাংলাদেশে শিশুরা যাতে শিক্ষা, বাসস্থান, পুষ্টি, সুরক্ষার পাশাপাশি নিজেকে উন্নত প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে পারে, শারীরিক-মানসিকভাবে প্রস্তুত করতে পারে—সরকার সেই লক্ষ্যে কাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের স্বপ্নপূরণে বেড়ে ওঠার জন্য সুস্থ, সুন্দর, নিরাপদ সমাজ, পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন। শিশুরাও বঙ্গবন্ধুকে খুব ভালোবাসতেন। ১৯৬৩ সালে জাতীয় প্রেস ক্লাব চত্বরে কচিকাঁচার মেলা আয়োজিত শিশুবন্ধু হয়ে শিশু আনন্দ মেলায় এসেছিলেন। শিশুদের উদ্দেশে বলছিলেন, ‘এই পবিত্র শিশুদের সঙ্গে মিশি মনটাকে একটু হালকা করার জন্য।’

১৯৭২ সালে দেশে ফিরে বঙ্গবন্ধু দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। একবার লঞ্চে কোথাও যাচ্ছিলেন। নদীতে গোসলরত এক শিশু বঙ্গবন্ধুকে দেখামাত্র বলে উঠেছিল, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ বঙ্গবন্ধু এটা শোনামাত্রই কর্মীদের নির্দেশ দিলেন ওকে তুলে আনো। সঙ্গে সঙ্গে তারা নদীতে ঝাঁপ দিয়ে শিশুটিকে পানি থেকে তুলতে গিয়ে দেখে ওর পরনে প্যান্ট নেই। ওরা বলল, ওর পরনে তো কাপড় নেই। ও তো ন্যাংটা। বঙ্গবন্ধু বললেন, ওকে নিয়ে আসো আমার কাছে। ছেলেটিকে বঙ্গবন্ধু অনেক আদর করলেন। এভাবেই প্রতিটি শিশুকে বঙ্গবন্ধু ভালোবাসতেন। শিশুরাও বঙ্গবন্ধুকে ভালোবাসত।

স্বাধীন বাংলাদেশে অনেক যুদ্ধশিশু, পিতৃমাতৃহীন, প্রতিবন্ধী, পরিত্যক্ত এবং দুস্থ শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার চিন্তা-ভাবনা থেকে বঙ্গবন্ধু সরকারের সময়ে পরিত্যক্ত শিশুদের জন্য শিশু অধ্যাদেশ ১৯৭২ ঘোষণা করা হয়। জাতীয়ভাবেই শুধু নয়, আন্তর্জাতিকভাবেও এসওএস শিশু পল্লির সঙ্গে চুক্তি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করা হয়। আন্তঃরাষ্ট্রীয় দত্তক শিশু সুরক্ষার জন্য আইন, বিধিমালার মাধ্যমে সব শিশুর সুরক্ষাকে গুরুত্ব দেন তিনি। ৫৬টি সিপিসিকে শিশু উন্নয়নে সরকারি শিশু পরিবার আখ্যায়িত করে শিশুর তত্ত্বাবধানে এগুলোকে কাজে লাগায়। এই অনুভূতি থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে ১৫(খ) অনুচ্ছেদ সংযোজন করেন। এর মাধ্যমে দেশ সাংবিধানিক বাধ্যবাধকতা পায়।

১৯৭২ সালে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের বাসভবনে গিয়ে কচিকাঁচার মেলার খুদে বন্ধুরা তাদের আঁকা কয়েকটি ছবি উপহার দিয়েছিল। ৫ থেকে ১২ বছরের ১৫-১৬ জন শিশুর আঁকা ছবিগুলোতে ফুটে উঠেছিল মুক্তিযুদ্ধ, গণহত্যা, পাকিস্তানি সেনা ও রাজাকারের অত্যাচারের দৃশ্য। শিশুদের সঙ্গে ছিলেন রোকনুজ্জামান খান দাদা ভাই। ছবিগুলো দেখে আবেগে আপ্লুত হয়ে বঙ্গবন্ধু তখনই বলেছিলেন, এই ছবিগুলো তিনি সঙ্গে করে নিয়ে যেতে চান রাশিয়া সফরে; সেদেশের শিশুদের জন্য বাংলাদেশের শিশুদের উপহার হিসেবে। আমার দেশের শিশুরা এমন নিখুঁত ছবি আঁকতে পারে, না দেখলে তা বিশ্বাস করা যায় না।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, বঙ্গবন্ধু স্বাধীন দেশে শিশুদের ভবিষ্যৎ নিয়ে যে কর্মপরিকল্পনা করেছিলেন, তা তাৎপর্যমণ্ডিত করাই শিশু দিবসের সার্থকতা। এই ভাবনাটি প্রথম জাতির পিতা বঙ্গবন্ধুর কাছ থেকেই এসেছিল। যুদ্ধশিশু, পঙ্গু, পরিত্যক্ত শিশু কাউকেই পেছনে ফেলে যে দেশের উন্নয়ন সম্ভব নয়, বঙ্গবন্ধুর সেই স্বপ্নপূরণকে ধরে রাখার জন্যই এর অগ্রগতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুষ্ঠিত হলো বিইউএইচএস -এর প্রথম সমাবর্তন

ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে : ম্যাখোঁ

ছেলেদের দোষে ডুবছেন মাহাথির মোহাম্মদ

হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপাকড়

তীব্র তাপপ্রবাহে বৃষ্টি চেয়ে হাজারো মুসল্লির কান্না

মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কারিগরির ফাঁকা সনদ মিলল তোষকের নিচে, গ্রেপ্তার কম্পিউটার অপারেটর

ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ভোট দিলে যে শহরে মিলবে ফ্রি বিয়ার, ট্যাক্সিসহ নানা সুবিধা

১০

কুমিল্লায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

১১

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

১২

চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

১৩

সুইজারল্যান্ডে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি তুলে ধরলেন শিক্ষামন্ত্রী 

১৪

৭৩ বছরে ছাত্র ইউনিয়ন  

১৫

কৃষক খুনের ঘটনায় থামছে না ভাঙচুর ও লুটপাট

১৬

হজের জন্য অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

১৭

ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু

১৮

‘আমি সাঈদী সাহেব বলছি, আমার একটা ভোট প্রয়োজন’

১৯

বিএনপির আরেক নেতা বহিষ্কার

২০
*/ ?>
X