
দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানির ভয়াবহ সংকটে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু বিদেশ সফরে বাংলাদেশের জনগণের জন্য কী সুসংবাদ নিয়ে এসেছেন, তা তিনি বলেননি। বাজারের অসহনীয় পরিস্থিতির সঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের সংকট মানুষকে সীমাহীন বিপদে ফেলে দিয়েছে। নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাসের ভয়াবহ সংকট জনগণকে চরম বিপদে ফেলেছে। সরকারের উন্নয়নের কথা এখন ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বলে দাবি করছে সরকার। কিন্তু হাকিকত হলো দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানির ভয়াবহ সংকট চলছে। ফলে সবকিছু মুখ থুবড়ে পড়ছে।