
দেশের ১০টি গ্রুপের নাম উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরা সবচেয়ে বেশি সুবিধাভোগী, যারা বাংলাদেশের ৫০ হাজার কোটি টাকা নিয়ে গেছে। তারা হচ্ছে সামিট, ইউনাইটেড, এগ্রিকো ইন্টারন্যাশনাল, বাংলা ক্যাট, ওরিয়ন, আরপিএসএল, এফবিসিএল, মোহাম্মদী গ্রুপ, হোসাফ গ্রুপ ও ডরিন। এদের সবাই বর্তমান শাসকগোষ্ঠীর সঙ্গে জড়িত। গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলশানে লেকশোর হোটেলে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। এতে মূল প্রবন্ধ পাঠ করেন অ্যাবের মহাসচিব প্রকৌশলী হাছিন আহমেদ।
অ্যাবের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে যুগ্ম মহাসচিব কেএম আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় আলোচনা সভায় সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান, শাম্মী আখতার, অ্যাবের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, শাহজাহান আলী, গোলাম মাওলা, মোস্তফা-ই-জামান সেলিম, একেএম জহিরুল ইসলাম জহির, নিয়াজ উদ্দিন ভূঁইয়া, শাহাদাত হোসেন বিপ্লব, সুমায়েল মুহাম্মদ, মাহবুবুল আলম, মো. হানিফ বক্তব্য দেন।