রাজনীতি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনের নেতাকর্মীরা এ সমাবেশ করেন। এ সময় অবিলম্বে ডাকসু নির্বাচন দেওয়ার দাবি জানান তারা। তবে, ছাত্র অধিকারের নেতাকর্মীদের পূর্বঘোষিত কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, পূর্বনির্ধারিত সময়ে ডাকসু ভবনের সামনে ছাত্র অধিকার পরিষদের কর্মসূচি করার কথা থাকলেও কর্মসূচি শুরুর আগে সেখানে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা সেখানে অবস্থান নিয়ে ক্রিকেট খেলা শুরু করে। পরে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে তাদের কর্মসূচি করলেও সেখানেও মোটরসাইকেলের হর্ন বাজিয়ে ও হৈচৈ করে কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম হলো ছাত্র সংসদ। কিন্তু সেই ছাত্র সংসদ নির্বাচন এখন আর হচ্ছে না, ২৮ বছর পরে ডাকসু নির্বাচন হয়েছিল কিন্তু এর পর প্রশাসন আর কোনো উদ্যোগ নেয়নি। ডাকসু নির্বাচনের উদ্যোগ না নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগকে একাধিপত্য করার সুযোগ করে দিয়েছে।

আরও বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আখতার হোসেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com