জামায়াতের ১০ নেতাকর্মী কারাগারে

জামায়াতের ১০ নেতাকর্মী কারাগারে
ছবি : সংগৃহীত

রাজধানীর দারুসসালাম থানার মামলায় জামায়াতে ইসলামীর ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন—আব্দুল মান্নান ভূঁইয়া, ফরহাদ হোসেন, আবদুল আজিজ, মাইনুল ইসলাম তুহিন, জিয়া উদ্দিন, তাজিরুল ইসলাম, হারুন অর রশিদ, আব্দুল কুদ্দুস মজুমদার, শহিদুল ইসলাম ও এস এম কাইয়ুম হাসেন। এর আগে গত রোববার তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া অন্য ৪৮ জনকে কারাগারে পাঠানো হয়। গত শনিবার রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে জামায়াতের ৫৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com