সুদান থেকে ফিরতে আগ্রহী আরও ১৬০ জন

সুদান থেকে ফিরতে আগ্রহী আরও ১৬০ জন

সংঘাতপূর্ণ সুদান থেকে আরও ১৬০ জন দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন। তিনি বলেন, সরকার নিজ খরচে সুদান থেকে ৭২১ জনকে দেশে ফিরিয়েছে। তাদের বদর এয়ারলাইনসে সুদান থেকে জেদ্দা পাঠানো হচ্ছে। সেখান থেকে দ্রুত তাদের বাংলাদেশে আনা হবে। এ ছাড়া সুদানে অবস্থানরত আরও ১৬০ জন দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

মুখপাত্র বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে চলমান প্রক্রিয়ায় মিয়ানমারের একটি প্রতিনিধি দলের বাংলাদেশে আসার কথা। দেশটিতে ফিরতে আগ্রহী নির্ধারিত প্রথম ব্যাচের রোহিঙ্গাদের ব্রিফ করতে চলতি মাসে বা সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসবেন তারা। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এই মুখপাত্র বলেন, গত ৫ মে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধিদল এবং প্রত্যাবাসনের প্রথম ব্যাচের অন্তর্ভুক্ত ২০ রোহিঙ্গা মিয়ানমারে রাখাইন রাজ্যের মংডু সফর করে। সেখান থেকে ফিরে তারা যেসব পর্যবেক্ষণ উল্লেখ করেছেন, তা ইতোমধ্যে মিয়ানমারকে জানানো হয়েছে। তিনি আরও জানান, সাইক্লোন মোখায় মিয়ানমারের রাখাইনে অনেক ক্ষতি হয়েছে। তাই মিয়ানমারের প্রতিনিধিদল ঠিক কবে আসবে বা প্রত্যাবাসন কবে শুরু হবে সেই তারিখ এখনো ঠিক হয়নি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com