এমডির বিরুদ্ধে অভিযোগ করে পদ হারালেন ওয়াসা চেয়ারম্যান

সুজিত কুমার বালা ও গোলাম মোস্তফা।
সুজিত কুমার বালা ও গোলাম মোস্তফা।ছবি : সংগৃহীত

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে নানা অভিযোগে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর পর পদ হারালেন বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফা। গত রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে ঢাকা ওয়াসা থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আকবর হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। সুজিত কুমার বুয়েটের ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যাপক ছিলেন। তিনি বর্তমানে অবসরকালীন ছুটিতে আছেন।

গোলাম মোস্তফা বর্তমানে কানাডার টরন্টোতে অবস্থান করছেন। জানতে চাইলে গতকাল সোমবার তিনি বলেন, গত অক্টোবরেই আমার চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হয়। কিন্তু নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছিলাম। ওই মেয়াদ শেষে বিদায় দিলে আমার কোনো কিছু বলার থাকত না। যখন তাকসিমের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বলা শুরু করলাম, তখনই আমাকে সরিয়ে দেওয়া হলো। এতে আরও স্পষ্ট হয়, তাকসিম যেভাবে ওয়াসা চালাতে চায় সেভাবেই চালাবে। বোর্ডকে সে কিছু করতে দেবে না।

মাত্র চার দিন আগে ১৭ মে ঢাকা তাকসিম খানের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন গোলাম মোস্তফা। চার পৃষ্ঠার অভিযোগপত্রে তাকসিম এ খানের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। তার সঙ্গে এমডির আগে থেকেই দ্বন্দ্ব চলছে। কিছুদিন আগেও টকশোতে ওয়াসার বিষয়ে বক্তব্য দেন বোর্ড চেয়ারম্যান।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com