বিডিআর বিদ্রোহে তারেক জিয়ার কলরেকর্ড আছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ শনিবার চট্টগ্রামের বাকলিয়ায় মৌসুমী আবাসিক এলাকার আরসিসি ড্রেনসহ রাস্তা নির্মাণ প্রকল্প কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ শনিবার চট্টগ্রামের বাকলিয়ায় মৌসুমী আবাসিক এলাকার আরসিসি ড্রেনসহ রাস্তা নির্মাণ প্রকল্প কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেনছবি : কালবেলা

ষড়যন্ত্রের অংশ হিসেবে বিডিআর বিদ্রোহের পেছনে বিএনপি ঘি ঢেলেছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, যেদিন বিদ্রোহ হয়, সেদিন ভোরে খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং তারেক জিয়ার সঙ্গে বহুবার কথা বলেছেন। সেই রেকর্ড আমাদের কাছে আছে।

গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া মৌসুমী আবাসিকের ‘আরসিসি ড্রেনসহ রাস্তা নির্মাণ’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সুপ্রিম কোর্টের নির্বাচনে আওয়ামী লীগ জালিয়াতি ও ডাকাতি করেছে, মির্জা ফখরুলের এমন অভিযোগের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ঢাকা বারের নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল। সেখানে তারা শোচনীয় পরাজয় বরণ করেছে। তারা আগেই বুঝতে পেরেছে, নির্বাচনে তাদের জয়লাভের কোনো আশা নেই। সেজন্য তারা প্রথমে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এরপর ব্যালট পেপার ছিনতাই ও নির্বাচনী স্থাপনাগুলো ভাঙচুর করে। ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর শাহীন আক্তার রোজী প্রমুখ।

‘পৃথিবীকে পথ দেখাচ্ছে আমাদের নারী’ : এদিন বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তথ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক সূচকে বাংলাদেশের নারীরা রাজনৈতিক ক্ষমতায়নের দিক দিয়ে বিশ্বে পঞ্চম, এশিয়া অঞ্চলে দ্বিতীয় আর উপমহাদেশে প্রথম। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে।

উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রাহিলা চৌধুরী রেখার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম.এ. সালাম। উদ্বোধক ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সরোয়ার ডেইজি। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য খালেদ মাহমুদ, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার প্রমুখ।

রাহিলা চৌধুরী রেখাকে সভাপতি ও সুমাইয়া তুন নূর বৃষ্টিকে সাধারণ সম্পাদক করে রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলা লীগের আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সরোয়ার ডেইজি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com